1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত

১৪ ফেব্রুয়ারি ২০১৪

আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে ইন্দোনেশিয়ায়৷ পূর্ব জাভা রাজ্যের কলুদ পর্বতের এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত দু’জন নিহত হয়েছে৷ বিমান চলাচল বিঘ্নিত৷ এক লক্ষ মানুষকে উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে৷

Indonesien Vulkanausbruch auf Java 14.02.2014
ছবি: picture-alliance/dpa

বৃহস্পতিবার রাতে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে কলুদ পর্বত৷ অনেক দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়৷ অগ্নুৎপাতের পর কালো ধোঁয়া আর ছাইয়ে আকাশ ছেয়ে যায়৷ ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়েল মুখপাত্র বামবাং অ্যার্ফান জানান, জগজাকার্তা এবং সুরাবায়া নামের দুটি শহর ছাইয়ে ঢেকে গেছে৷ সুরাবায়া ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর৷ আর জগজাকার্তা পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়৷ বালির পর প্রতি বছর এই শহরেই ভিড় করে সবচেয়ে বেশি পর্যটক৷

এক লক্ষ মানুষকে সরিয়ে নেয়া হয়েছেছবি: Aman Rochman/AFP/Getty Images

বৃহস্পতিবারের আগ্নেয়গিরির অগ্নুৎপাতে শহর দুটির জনজীবনই শুধু বিপর্যস্ত হয়নি৷ বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এ পর্যন্ত কমপক্ষে দু'শো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে৷ কলুদ পর্বতের দশ কিলোমিটার এলাকা জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ ওই এলাকায় দু'লাখেরও বেশি মানুষের বাস৷ এ পর্যন্ত এক লক্ষ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে, বাকিদেরও দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো নুগ্রহ বলেছেন, তিনি মনে করেন কলুদ পর্বতে এখনই আবার অগ্নুৎপাতের আশঙ্কা খুব কম৷ এ পর্বতটিতে এর আগেও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে৷ সর্বেশেষ অগ্নুৎপাত হয়েছিল ২০০৭ সালে৷ এর আগে ১৯৯০ সালের সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাতে ৩০ জন মারা যায়৷

ইন্দোনেশিয়ায় ১৩০টির মতো জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে৷ এ মাসেই সিনাবুং পর্বতের আরেকটি অগ্নুৎপাতে ১৭ জন মারা যায়৷

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ