‘পোকেমন গো’ নিষিদ্ধ
২২ জুলাই ২০১৬কয়েকদিন আগেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় ‘সান্তোসো' নামে পরিচিত ইন্দোনেশিয়ার এক শীর্ষ জঙ্গি নেতা৷ এমন সাফল্যের পরও নিরাপত্তা বাহিনীকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে ইন্দোনেশিয়া সরকার৷ দুশ্চিন্তার কারণ, কর্মীদের ‘পোকেমন গো' খেলার নেশা৷ তাই ইতিমধ্যে পুলিশ বাহিনীকে জানিয়ে দেয়া হয়েছে, দায়িত্ব পালনের সময় একেবারেই ‘পোকেমন গো' খেলা যাবে না৷
সারা বিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ভার্চুয়াল রিয়ালিটি গেম ‘পোকেমন গো'৷ এই গেম খেলার জন্য জিপিএস এবং ভিডিও স্ট্রিমিং ব্যবহার করতে হয়৷ তাছাড়া অনেক সময় হেঁটে হেঁটেও নিবিষ্টমনে খেলতে হয় এ খেলা৷ পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্য কোনো শাখার কর্মীদের জন্য এ খেলায় অভ্যস্ত হওয়া বিপজ্জনক৷ তাই বড় কিছু ঘটার আগেই পুলিশে এ খেলাটি নিষিদ্ধ করা হয়েছে৷
ইতিমধ্যে নৌবাহিনীতেও নিষিদ্ধ হয়েছে ‘পোকেমন গো'৷ স্বয়ং নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল আদে সুপান্ডি জানিয়েছেন এ খবর৷ এদিকে প্রতিরক্ষা মন্ত্রী ব়্যামিজার্ড ব়্যাচুডু জানিয়েছেন, খুব তাড়াতাড়ি সেনাবাহিনীতেও ‘পোকেমন গো' নিষিদ্ধ হতে পারে৷
ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষ মনে করে, নিরাপত্তা কর্মীরা ‘পোকেমন গো'-তে আসক্ত হলে যে কোনো সময় জঙ্গি বা সন্ত্রাসীরা বড় ধরনের অঘটন ঘটাতে পারে৷
গত মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিরেবোন শহরে ফরাসি এক নাগরিক ‘পোকেমন গো' খেলতে খেলতে সেনা ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছিলেন৷ সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলেও জিজ্ঞাসাবাদের পর অবশ্য ছেড়ে দেয়া হয় তাঁকে৷
এসিবি/এসবি (ডিপিএ,এএফপি)