1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃত্যু ২৫০ ছাড়ালো

২২ নভেম্বর ২০২২

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়িয়েছে৷ নিহতদের বেশিরভাগই শিশু৷

পশ্চিম জাভা সিয়ানজুরে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি বাড়ির সামনে স্থানীয় দুই বাসিন্দা
পশ্চিম জাভা সিয়ানজুরে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি বাড়ির সামনে স্থানীয় দুই বাসিন্দাছবি: ANTARA/REUTERS

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল জাভার পশ্চিমাঞ্চলে সিয়ানজুর অঞ্চল৷ পাঁচ দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ দাঁড়িয়েছে৷ 

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘আমি দুঃখের সঙ্গে ২৫২ জনের মৃত্যুর খবর জানাচ্ছি৷’’ ভূমিকম্পে কমপক্ষে ৩২৬ জন আহত হয়েছেন বলেও জানান তিনি৷ তাদের অনেককে ধংসস্তূপ নীচ থেকে উদ্ধার করা হয়েছে৷ 

বন্যার তীব্রতা কমাতে ১০ কোটি গাছের প্রকল্প

03:06

This browser does not support the video element.

কামিল জানান হতাহতদের অধিকাংশ শিশু৷ তাদের অনেকে সরকারি স্কুলের শিক্ষার্থী, যারা দিনের ক্লাস শেষে ইসলামিক স্কুলে ধর্মীয় শিক্ষা নিতে গিয়েছিল৷

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিয়ানজুর শহরের বাসিন্দার সংখ্যা এক লাখ ৭৫ হাজার৷ শহরটি প্রচুর মসিজদ আর ইসলামিক বোর্ডিং স্কুলের জন্য খ্যাত৷ 

একই নামের পার্বত্য জেলাটিতে মোট ২৫ লাখ মানুষের বসবাস৷ বিভিন্ন স্থানে বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটে৷ এতে ধসে পড়ে বহু বাড়িঘর ও স্কুল৷

কর্তৃপক্ষ জানিয়েছে নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে৷ এর আগে প্রাথমিকভাবে ৭০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ৷ 

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ 

এফএস/এসিবি (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ