ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়িয়েছে৷ নিহতদের বেশিরভাগই শিশু৷
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল জাভার পশ্চিমাঞ্চলে সিয়ানজুর অঞ্চল৷ পাঁচ দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫২ দাঁড়িয়েছে৷
পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘আমি দুঃখের সঙ্গে ২৫২ জনের মৃত্যুর খবর জানাচ্ছি৷’’ ভূমিকম্পে কমপক্ষে ৩২৬ জন আহত হয়েছেন বলেও জানান তিনি৷ তাদের অনেককে ধংসস্তূপ নীচ থেকে উদ্ধার করা হয়েছে৷
বন্যার তীব্রতা কমাতে ১০ কোটি গাছের প্রকল্প
03:06
কামিল জানান হতাহতদের অধিকাংশ শিশু৷ তাদের অনেকে সরকারি স্কুলের শিক্ষার্থী, যারা দিনের ক্লাস শেষে ইসলামিক স্কুলে ধর্মীয় শিক্ষা নিতে গিয়েছিল৷
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিয়ানজুর শহরের বাসিন্দার সংখ্যা এক লাখ ৭৫ হাজার৷ শহরটি প্রচুর মসিজদ আর ইসলামিক বোর্ডিং স্কুলের জন্য খ্যাত৷
একই নামের পার্বত্য জেলাটিতে মোট ২৫ লাখ মানুষের বসবাস৷ বিভিন্ন স্থানে বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটে৷ এতে ধসে পড়ে বহু বাড়িঘর ও স্কুল৷
কর্তৃপক্ষ জানিয়েছে নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে৷ এর আগে প্রাথমিকভাবে ৭০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ৷
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷
এফএস/এসিবি (ডিপিএ, এএফপি, এপি)
রাজধানী সরিয়ে নেয়া কয়েকটি দেশ
ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে জঙ্গলাবৃত বোর্নিও দ্বীপের কালিমান্তানে রাজধানী সরিয়ে নিতে দেশটির পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। এর আগেও কয়েকটি দেশ এমন করেছে৷
ছবি: Imago Images/Zuma/A. Gal
নাইজেরিয়া
১৯৯১ সালে লাগোস থেকে আবুজায় রাজধানী সরিয়ে নেয় দেশটি৷ কারণ পরিকল্পনা করে আবুজা শহরটি গড়ে তোলা হয়েছে৷ ফলে সেখানে ঘনবসতি কম৷
ছবি: Imago Images/photothek.net/T. Imox
পাকিস্তান
করাচি থেকে রাজধানী সরিয়ে নেয়ার লক্ষ্যে ষাটের দশকে ইসলামাবাদ গড়ে তুলেছিল পাকিস্তান৷ একজন গ্রিক স্থপতির পরিকল্পনায় সবুজ এই শহরটি গড়ে ওঠে৷
ছবি: picture-alliance
মিয়ানমার
চলতি শতকের প্রথম দশকের মাঝামাঝি সময়ে ইয়াঙ্গুন থেকে রাজধানী সরিয়ে নেপিদোতে নিয়ে যাওয়া হয়৷ শহরে বিশ লেনের একটি মহাসড়ক থাকলেও বেশিরভাগ সময়ই তা খালি পড়ে থাকে, কারণ শহরে বাসিন্দার সংখ্যা খুবই কম৷
ছবি: Getty Images/AFP/R. Gacad
ব্রাজিল
১৯৬০ সালে রিও ডি জেনিরো থেকে রাজধানী ব্রাসিলিয়াতে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছিল৷ আধুনিক স্থাপত্যে সমৃদ্ধ শহরটি ১৯৮৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁয় পায়৷
ছবি: imago-images/Westend61/M. Runkel
কাজাখস্তান
কয়েক মাস আগেও দেশটির রাজধানীর নাম ছিল আস্তানা৷ সম্প্রতি সাবেক প্রেসিডেন্টের নামে তার নাম করা হয়েছে নূরসুলতান৷ ১৯৯৭ সালে দেশটির রাজধানী ছিল আরেক শহর, আলমাতি৷
ছবি: picture-alliance/Photononstop/C. Montes
মিশর
কায়রো থেকে রাজধানী সরানোর জন্য ৪৫ কিলোমিটার দূরে একটি শহর গড়ে তোলা হচ্ছে৷
পানির নীচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে জাকার্তা৷ তাই সেখান থেকে রাজধানী সরিয়ে বোর্নিও দ্বীপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া৷ ২০২৪ সালে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে৷ ২০২২ সালের ২১ জানুয়ারি এ বিষয়ে পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। এ আইনে নতুন রাজধানী উন্নয়নের অর্থায়ন এবং পরিচালনার শর্ত উল্লেখ করা থাকবে।