গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভায় আঘাত হেনেছে ভয়াবহ সুনামি৷ সেদিন সমুদ্র সৈকতে চলমান কনসার্টে দর্শকশ্রোতাসহ ব্যান্ড দলের সবাই ভেসে যায়৷ ২১ সেকেন্ডের এক ভিডিও ক্লিপে এমনটাই দেখা গেল৷
বিজ্ঞাপন
আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হঠাৎ করেই এই সুনামির সৃষ্টি হয়েছে, কোনো ধরনের ভূমিকম্প হয়নি৷ কোনো ধরনের সতর্কতা সংকেত দেয়ার সুযোগ না দিয়েই ৯ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে সুমাত্রা ও জাভার সৈকত এলাকায়৷ এখন পর্যন্ত চার শতাধিক নিহতের সংবাদ পাওয়া গেছে৷
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বানতেন প্রদেশের তানজুং লেসাং সমুদ্র সৈকতে কনসার্ট চলার সময় আচমকা আঘাত হানে সুনামি৷ এতে ভেসে যায় ঘটনাস্থলে উপস্থিত মানুষ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়, বানতেন প্রদেশের পেরুসান লিস্ট্রিক নেগারা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বছর শেষ উপলক্ষে সমুদ্র সৈকতে এই কনসার্টের আয়োজন করে৷ স্থানীয় ব্যান্ড দল রক ব্যান্ড সেভেনটিন ও প্রতিষ্ঠানটির ২০০ কর্মী ও তাদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন সেই আয়োজনে৷ হঠাৎ করে সুনামি আঘাত হানে এবং ভেসে যায় সেখানে উপস্থিত অনেকেই৷ রক ব্যান্ড সেভেনটিনের বেঁচে যাওয়া সদস্য জ্যাক এক ইনস্টাগ্রাম বার্তায় বলেন, সেই মুহূর্তে শুধু স্রষ্টাকে ডাকছিলাম, কীভাবে এই পানির স্রোত থেকে বাঁচবো সেই প্রত্যাশায়৷ তিনি জানান, তাঁর ৪ সহশিল্পীকে হারিয়েছেন এই সুনামিতে৷
২১ সেকেন্ডের সেই ভাইরাল হওয়া ভিডিওটি তানজুং লেসাং সমুদ্র সৈকতের কিনা সেটি এখনও নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স৷ তবে ধারণা করা হচ্ছে এটি সেই ঘটনারই৷ ভিডিওটি এ পর্যন্ত ১৪ লাখ ২৫ হাজার বার দেখা হয়েছে৷
২১ শতকের ভয়াবহ সব সুনামি
গত পরশু সুনামি আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়৷ গত ১৮ বছরে ৮-১০টি ভয়াবহ সুনামি আঘাত হেনেছে গোটা বিশ্বে৷ অগণিত মৃত্যুর সঙ্গে সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল মারাত্মক৷
ছবি: Reuters/Antara Foto/Bisnis Indonesia
ইন্দোনেশিয়ায় সুনামি
গত ২২ ডিসেম্বর ভয়াবহ সুনামি আঘাত হানে ইন্দোনেশিয়ায়৷ জাভা ও সুমাত্রা দ্বীপের নিকটবর্তী আনাক ক্রাকাতাও নামক আগ্নেয়গিরিতে উদগীরণের ফলে এই সুনামির সৃষ্টি হয়৷ এতে এ পর্যন্ত কমপক্ষে ২৮০ জন মারা গেছে এবং আট শতাধিক আহত হয়েছে৷
আনাক ক্রাকাতাও একটি ছোট আগ্নেয়গিরি দ্বীপ৷ ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আগ্নেয়গিরি ক্রাকাতোয়ার উদগীরণের ফলে এই আগ্নেয়দ্বীপের সৃষ্টি হয়৷
ছবি: picture-alliance/NurPhoto/D. Roszandi
নিউজিল্যান্ড ২০১৬
২০১৬ সালে নিউজিল্যান্ডে স্থানীয় দ্বিতীয় সর্বোচ্চ সুনামি আঘাত হানে৷ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পরে নিউজিল্যান্ডে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সুনামি৷ কায়কোরা ভূমিকম্পে ২০ হাজার আফটারশক হয়েছিল৷ এবং ২২ মিটার উঁচু সুনামি আঘাত হানে৷ আগাম সতর্কতা থাকায় হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে ছিল৷ মাত্র দু’জন নিহত ও ২০জন আহত হয় সেই সুনামিতে৷
ছবি: Imago/Xinhua/L. Huizi
বিধ্বস্ত জাপান
২০১১ সালে জাপানের সুনামি ছিল ইতিহাসের ভয়াবহতম সুনামিগুলোর একটি৷ সমুদ্রের গভীরে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে ১৩৩ ফুট উঁচু এই সুনামির সৃষ্টি হয়৷ এতে ১৬ হাজার লোক নিহত হয়, আহত হয় অগণিত৷ এই সুনামিতেই ফুকোশিমা পারমাণবিক বিপর্যয় ঘটে৷ চেরনোবিল পারমাণবিক দুর্যোগের পর এটিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ৷
ছবি: Getty Images/AFP/S. Tomizawa
চিলির দু্র্যোগ
চিলি এমনিতেই ভূমিকম্পপ্রবণ৷ ১৯৬০ সালের ভূমিকম্পটি এখনো সর্বোচ্চমাত্রার রেকর্ড ধরে রেখেছে৷ ২০১০ সালে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে উপকূল অঞ্চলে মারাত্মক সুনামি আঘাত হানে৷ সেই সময় জাপান ও রাশিয়ার সমুদ্র উপকূলে সুনামি সতর্কতা দেওয়া হয়৷ সেই সুনামিতে চিলির উপকূলীয় এলাকার ৫২৫ অধিবাসীর প্রাণহানি ঘটে৷
ছবি: picture-alliance/dpa/M. Hernandez
সলোমন আইল্যন্ড ২০০৭
পাপুয়া নিউগিনির সবচেয়ে সুন্দর দ্বীপ সলোমন আইল্যন্ডে ২০০৭ সালে আঘাত হানে ৪০ ফুট উঁচু সুনামি৷ ভূমিকম্পের ফলে সৃষ্ট এই সুনামিতে ৫২ জন নিহত হন এবং দ্বীপটির সহস্রাধিক বসতবাড়ি, হাসপাতাল, স্কুল বিধ্বস্ত হয়৷
ছবি: picture-alliance/dpa/F. Robichon
ভারত মহাসাগরে তৃ্তীয় সর্বোচ্চ সুনামি
২০০৪ সালে ভারত মহাসাগরে হওয়া ভূমিকম্পটি ছিল ইতিহাসের তৃ্তীয় সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প৷ ৯ দশমিক ৯ মাত্রার সেই ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি ভারত মহাসাগর সংলগ্ন ১৪টি দেশে আঘাত হানে৷ সেই সুনামিতে নিহত হয় ১৪ দেশের ২ লাখ ৩০ হাজার মানুষ৷ ছবিটি থাইল্যন্ডের সমুদ্র সৈকতে সুনামি আঘাত হানার পরের৷