1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায়  অন্তত ৩০ নিহত

২১ জুন ২০১৯

উত্তর সুমাত্রায় দেশলাইয়ের কাঠি তৈরির কারখানায় আগুন লেগে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন৷ এর মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ সংস্থার এক স্থানীয় কর্মকর্তা৷

Indonesien Brand im Lagerhaus für Streichhölzer
ছবি: AFP/I. Damanik

শুক্রবার বিকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দা বুদি জুলকিফলি জানান, তিনি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান৷ ‘‘কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি ওটা কীসের শব্দ ছিল,'' এএফপিকে বলেন তিনি৷

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি৷ উত্তর সুমাত্রার দুর্যোগ বিভাগের কর্মকর্তা রিয়াদিল লুবিস বলেন, ‘‘কী কারণে আগুন লেগেছে তা আমরা জানি না৷ তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷'' নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে বলে জানান তিনি৷ তারা কারখানার শ্রমিকদের সন্তান বলে স্থানীয়রা জানিয়েছেন৷ দুপুরের দিকে তারা বাবা-মার সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিল৷

ছবি: AFP/I. Damanik

স্থানীয় পুলিশের প্রধান নুগ্রহ ত্রি নুরইয়ান্তো মনে করছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড শুরু হতে পারে৷ ‘‘তাঁরা (নিহতরা) একটি রুমে আটকে পড়েছিলেন - বের হওয়ার কোনো উপায় ছিল না,'' বলেন তিনি৷

তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চারজন নারী সেখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছেন৷

ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা বিরল নয়৷ ২০১৭ সালে এক কারখানায় আগুন লেগে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছিলেন৷ ২০১৫ সালে সুলাওয়েসি দ্বীপে একটি ক্যারিওকি বারে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছিলেন৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ