1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে

৭ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বুধবার ভোরে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে৷ এতে এখন পর্যন্ত ৯৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের সেনাপ্রধান৷ তবে এই সংখ্যা বাড়বে বলে মনে করছেন তিনি৷

Indonesien Erdbeben Sumatra Banda Aceh
ক্ষতিগ্রস্ত একটি মসজিদছবি: Getty Images/AFP/Z. Muttaqien

আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে ১৭০ কিলোমিটার দূরের পিডি জায়া শহরে ফজরের নামাজের আগে ভূমিকম্পটি আঘাত হানে৷ এতে শত শত বাড়িঘর ও মসজিদ ভেঙে পড়েছে৷

আচেহর সেনাপ্রধান তাতাং সুলাইমান বার্তা সংস্থা এএফপিকে ৯৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন৷ এদিকে, অন্তত ২৭০ জন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপু পূর্ব৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি৷

ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে পড়াদের বের করার কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা৷

পিডি জায়া শহরের একমাত্র হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে৷ সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালের সামনে ঘাসের ওপরও আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে৷ বাকিদের পার্শ্ববর্তী শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

বেঁচে যাওয়াদের ত্রাণ দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, কারণ, ভূমিকম্পে অনেক দোকান ধসে গেছে৷ তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী রান্নাঘর বসিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে৷

পুতেহ মানাফ নামের স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলছেন, ভূমিকম্পের কারণে বিভিন্ন ইসলামি বোর্ডিং স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ভূমিকম্পপ্রবণ দেশ

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থান হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে৷ গত জুনে সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৬.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ