1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, জারি হয়েছিল সুনামি সতর্কতা

২৫ এপ্রিল ২০২৩

মঙ্গলবার কাকভোরে বড় ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল সাত দশমিক তিন।

পাডাং শহরেই ভূমিকম্পের ঝটকা ছিল সবচেয়ে বেশি।
পাডাং শহরেই ভূমিকম্পের ঝটকা ছিল সবচেয়ে বেশি। ছবি: Adi Prima/AA/picture alliance

স্থানীয় সময় রাত তিনটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া, বিশেষ করে সুমাত্রা অঞ্চল। তারপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। সমুদ্র সৈকত থেকে মানুষদের সরে যেতে বলা হয়। ঘণ্টাদুয়েক পর সেই সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়।

ভূমিকম্পের উৎস ছিল মাটির ৮৪ কিলোমিটার নিচে। প্রথমে জোরে ভূমিকম্প হয়। তারপর বেশ কয়েকবার মাটি কেঁপে ওঠে।

ইন্দোনেশিয়ার ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ''পশ্চিম সুমাত্রার পাডাংয়ে ভূমিকম্পের ঝটকা ছিল সবচেয়ে বেশি।  মানুষ ভয় পেয়ে বাড়ির বাইরে চলে আসেন। তারপর সমুদ্রতীর থেকে মানুষকে সরিয়ে নেয়া হয়। কিছু দ্বীপ থেকেও মানুষকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।''

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, প্রচুর মানুষ নিরাপদ জায়গায় যাওয়ার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। সেসময় বৃষ্টিও পড়ছিল।

এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ায়.গতবছর নভেম্বরেই বড় ভূমিকম্প হয়েছিল। প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। 

জিএইচ/এসজি(রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ