1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় মৃত্যু হাজার ছাড়িয়েছে

২ অক্টোবর ২০১৮

সুলাওয়েসি দ্বীপে ধ্বংসস্তূপ যত পরিষ্কার করা হচ্ছে, উদ্ধার হচ্ছে মরদেহ, বেড়ে চলেছে মৃতের সংখ্যা৷ মঙ্গলবার দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, এখন এ সংখ্যা পৌঁছেছে ১,২৩৪ জনে৷

Erdbeben und Tsunami in Indonesien
ছবি: AFP/Getty Images/J. Samad

সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও নুগ্রোহো জানিয়েছেন, এখনো উদ্ধারকাজ পুরোপুরি শেষ হতে অনেক সময় লাগবে৷ ভূমিকম্প ও সুনামির আঘাতে গুরুতর আহত ৭৯৯ জন এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন বলেও জানিয়েছে সংস্থাটি৷

তাছাড়া সিগি ও বালারোয়া অঞ্চলে মৃত্যুর সংখ্যা এখনো গণনা করা হয়নি৷ ফলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালীর পর সুনামি আঘাত হানে সুলাওয়েসি দ্বীপে৷ এরপর থেকে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে অনেক এলাকা৷

উদ্ধারকাজ যাতে আরো দ্রুত শেষ করা যায়, সেজন্য অন্যান্য এলাকা থেকে আরো বেশি সংখ্যক উদ্ধারকর্মীকে সুলাওয়েসি দ্বীপে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো৷ পুলিশ এবং সেনাবাহিনীকেও এরই মধ্যে এ নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট৷

বাড়ছে বিক্ষোভ

পালুতে সহজে পৌঁছানো গেলেও দ্বীপের ডোঙ্গালা ও অন্য অনেক এলাকায় এখনও ঠিকমতো উদ্ধারকাজ চালাতে পারছে না সরকার৷ ত্রাণ, খাবার, ওষুধ, জ্বালানির সংকট তীব্র হয়ে উঠেছে৷

ডোঙ্গালার প্রশাসনিক প্রধান কাসমান লাসা জানিয়েছেন, কোথাও খাবার পাচ্ছে না মানুষ৷ স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাকারে তিনি বলেন, ‘‘সবাই খুব ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে৷ কয়েকদিন ধরে না খেয়ে দিন কাটানোর পর তাঁরা পেট ভরে খেতে চায়৷ আমরা কিছু খাবার সরবরাহের চেষ্টা করছি, কিন্তু তা মোটেও যথেষ্ট নয়৷''

এভাবে চলতে থাকলে কিছুদিন পর ক্ষুব্ধ জনতাকে আটকে রাখা মুশকিল হয়ে পড়তে পারে বলে মনে করেন লাসা৷ এরই মধ্যে অনেক জায়গায় লুটতরাজের খবর জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম৷ জরুরি চাহিদা দ্রুত মেটানো না গেলে বিক্ষুব্ধ মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশংকা লাসার৷

সুনামির পর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে পুরো দ্বীপ৷ বন্ধ হয়ে গেছে গ্যাস স্টেশনও৷ অনেককেই দেখা গেছে জীবনের ঝুঁকি নিয়ে স্টেশনগুলো থেকে নিজেরাই বিকল্প উপায়ে জ্বালানি সংগ্রহ করছেন৷

পালুর রাস্তা জুড়ে এখন শুধু ‘আমাদের খাবার লাগবে', ‘সাহায্য চাই' লেখা ব্যানার-প্ল্যাকার্ডের ছড়াছড়ি৷

আন্তর্জাতিক সহায়তা

এরই মধ্যে আন্তর্জাতিক সহায়তা নেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট উইদোদো৷ এই মুহূর্তে জেনারেটর, উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারি যন্ত্রপাতি এবং তাঁবুকেই সবচেয়ে জরুরি বলে মনে করা হচ্ছে৷

 

ইন্দোনেশিয়ার দুর্দিনে সহায়তার হাত বাড়িয়েছেইউরোপীয় ইউনিয়ন ছাড়াও চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্তত ১০টি দেশ৷

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, তাঁর সরকার এরই মধ্যে দুর্গতদের সহায়তায় সাড়ে তিন লাখ ডলারের ত্রাণ ইন্দোনেশিয়াকে দিয়েছে৷ আরো ত্রাণ পাঠানোর ব্যাপারে আলোচনা চলছে বলেও জানিয়েছেন মরিসন৷

এডিকে/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ