1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ

১১ এপ্রিল ২০২২

ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অংশ নিয়েছিলেন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ প্রেসিডেন্ট জোকো উইদোদোর কার্যকালের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদও করছিলেন৷ জলকামান ও কাঁদানে গ্যাস ছুঁড়ে সেই সমাবেশ ছত্রভঙ্গ করে পুলিশ

জলকামান ও কাঁদানে গ্যাস ছুঁড়ে প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করে জাকার্তা পুলিশ
জলকামান ও কাঁদানে গ্যাস ছুঁড়ে প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করে জাকার্তা পুলিশছবি: Willy Kurniawan/REUTERS

সোমবার জাকার্তায় বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন অসংখ্য শিক্ষার্থী৷ পার্লামেন্টের বাইরে প্রতিবাদ করছিলেন তারা৷ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের পার্লামেন্টের বাইরে ছুটতে দেখা গেছে৷ কম্পাস টিভি জানিয়েছে, পাথর ছুঁড়তেও দেখা গেছে তাদের৷ সোমবার  দক্ষিণ সুলাওয়েসি, পশ্চিম জাভা এবং জাকার্তা-সহ ইন্দোনেশিয়ার বেশ কিছু এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল৷

ঘটনার পর জাকার্তায় পুলিশ প্রধান ফাদিল ইমরান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই সমাবেশে অংশ নিয়েছিলেন৷ পড়ুয়া নয় এমন একটি গোষ্ঠীর প্রতিবাদের সময় পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন ওই শিক্ষক৷''

শরিক দলের সমর্থনের মাধ্যমে কার্যকালের মেয়াদ বাড়ানোর পরিকল্পনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো৷ কিন্তু এর আগে সংবিধানে সংশোধনী এনে কিংবা ২০২৪ সালের নির্বাচন পিছিয়ে প্রেসিডেন্টের মেয়াদ বাড়ানোর বিষয়টিতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা৷ বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত এই দেশে বিষয়টা নিয়ে জল্পনা আরো বেড়েছে৷

কার্যকালের মেয়াদ বাড়ানোর পরিকল্পনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোছবি: Biro Pers Sekretariat Presiden

বিক্ষোভে অংশ নেয়া ছাত্র মোহাম্মদ লুৎফি রয়টার্সকে বলেন,‘‘কীভাবে অভিজাত গোষ্ঠীর একটা অংশ ইচ্ছে করে নির্বাচনে দেরি করাচ্ছে সেটা আমাদের কাছে স্পষ্ট৷ সংবিধান লঙ্ঘন করা হচ্ছে৷''

১৯৯৮ সালে প্রেসিডেন্ট সুহার্তোকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ছাত্র আন্দোলনের অন্যতম ভূমিকা ছিল৷ দুটি মেয়াদের পর আবারও একই প্রেসিডেন্ট কার্যভার গ্রহণ করলে গণতন্ত্রের কাঠামো নিয়ে সংশয় তৈরি হয়- জোকো উইদোদোর ক্ষেত্রেও এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

জাকার্তায় বায়ু বিশুদ্ধকরণের লড়াই

06:01

This browser does not support the video element.

জনগণের মধ্যে জল্পনা বন্ধ করতে ৬০ বছর বয়সি জোকো রোববার মন্ত্রী এবং নিরাপত্তা প্রধানদের এ বিষয়ে আলোচনা বন্ধ করার আহ্বান জানান৷ ২০২৪ সালে পরিকল্পনামাফিক নির্বাচন হবে, এমনটাও জানান বর্তমান প্রেসিডেন্ট৷

সম্প্রতি সইফুল মুজানি রিসার্চ এবং কনসাল্টিংয়ের একটি সমীক্ষা অনুযায়ী, ৭০ শতাংশ ইন্দোনেশীয় নাগরিক বর্তমান প্রেসিডেন্টের কার্যকালের মেয়াদবৃদ্ধিকে সমর্থন করেন না৷

আরকেসি/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ