1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় সমকামীদের ক্লাবে অভিযান

২২ মে ২০১৭

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সমকামীদের একটি ক্লাবে অভিযান চালিয়ে ১৪১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে দেশে সমকামীদের বিরুদ্ধে পরিচালিত প্রচারণার অংশ হিসেবে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে৷

Indonesien Verhaftungen bei Razzia in einem Schwulen-Club
আটককৃতদের ধরে নিয়ে যাওয়া হচ্ছেছবি: picture-alliance/AP Photo/T. Syuflana

রবিবার রাতে গ্রেপ্তারকৃতদের কয়েকজন সমকামী পতিতাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে পুলিশ৷ স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্লাবটির মালিকসহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ বাকি ১৩১ জনকে সম্ভাব্য সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র আর্গো ইউভোনো৷

গোপনে এক তদন্ত পরিচালনার পর আটলান্টিস সাওনা অ্যান্ড জিম কমপ্লেক্সে রবিবার রাতে অভিযান পরিচালনা করে পুলিশ৷ সেই সময় ক্লাবটিতে ‘ওয়াইল্ড ওয়ান’ নামের এক ইভেন্ট পরিচালনার প্রস্তুতি চলছিল৷ সেখানে স্ট্রিপটিজের মতো বিষয়াদিও ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷

মানবাধিকার কর্মীরা অবশ্য ক্লাবটিতে পুলিশের অভিযানের নিন্দা জানিয়েছেন৷ তাঙ্গেল পায়েসট্রি এই বিষয়ে বলেন, ‘‘অভিযানের যেসব ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে পুলিশ বিষয়টি তত্ত্বাবধানের ক্ষেত্রে কোনো সতর্কতাই অবলম্বন করেনি৷ আমি পুলিশের অভিযানের তীব্র নিন্দা জানাই৷ এটা ন্যয়সঙ্গত হয়নি, বরং এটি সমকামীদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিচ্ছে৷’’

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃতদের শুধুমাত্র যৌনসঙ্গমের দায়ে শাস্তি দেয়া জাকার্তার কর্মকর্তাদের পক্ষে সম্ভব নয়৷ ফলে তাদের সে দেশের কঠোর পর্নোগ্রাফিবিরোধী আইনের আওতায় শাস্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে৷ সেক্ষেত্রে একেকজনের পনের বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ পর্নোগ্রাফিবিরোধী আইনে কেউ শুধুমাত্র পর্ন ডাউনলোড করলেও চার বছর পর্যন্ত কারাদণ্ড বা দেড় লাখ মার্কিন ডলার অবধি অর্থদণ্ডের সুযোগ রয়েছে৷

এআই/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ