1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাম্প্রদায়িকতা রোধে অ্যাপ চালু

২৯ নভেম্বর ২০১৮

সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উসকানি রোধে সোমবার একটি মোবাইল অ্যাপ চালু করেছে ইন্দোনেশিয়া৷ কেউ যদি কারো ধর্মবিশ্বাসে আঘাত হেনে কথা বলে তাহলে কোনো ব্যক্তি এর মাধ্যমে ওই ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে৷

ছবি: Getty Images/AFP/Muhasan

ইন্দোনেশিয়ায় কোনো রাষ্ট্রধর্ম নেই৷ ইসলাম, হিন্দু, বৌদ্ধ, ক্যাথলিকসহ ৬টি ধর্ম এবং আদিবাসীদের নিজস্ব ধর্ম প্রচলিত আছে সেখানে, যদিও দেশটির ৯০ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী৷ কিন্তু সাম্প্রতিক সময়ে মুসলিম অধ্যুষিত এই দেশটিতে সাম্প্রদায়িক তৎপরতা বেড়ে চলেছে৷ সংখ্যালঘু নির্যাতনের নানা ঘটনা ঘটছে৷ বেশ কয়েকটি মুসলিম বিচ্ছিন্নতাবাদী দলকে এর জন্য দায়ী করা হচ্ছে৷

অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘স্মার্ট প্যাকেম’৷ সেখানে আহমাদিয়া, গাফাতারসহ বেশ কয়েকটি ইসলামি কট্টরপন্থি দলের নামের তালিকা রয়েছে৷ দেশটির সর্বোচ্চ ইসলামি কাউন্সিল তাদের বিপথগামী দল হিসেবে চিহ্নিত করেছে৷ অ্যাপের মাধ্যমে যে কোনো ব্যক্তি এই দলগুলোর মধ্যে কোন কোনটি ক্ষতিকর এবং কেন ক্ষতিকর তা চিহ্নিত করতে পারবেন৷

তবে ইন্দোনেশিয়ার জাতীয় মানবাধিকার সংস্থার একজন কমিশনার আমিরউদ্দীন আল রাহাব মনে করেন, ‘‘এর ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে৷ যখন প্রতিবেশীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করবে, তখন জটিল সমস্যা দেখা দেবে৷’’

এই ফ্রি অ্যাপটি গুগল ইনকর্পোরেশনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে৷

চলতি বছর লম্বক দ্বীপে কয়েকটি বাড়িঘর জ্বালিয়ে দেয় আহমাদিয়া সম্প্রদায়ের কিছু ব্যক্তি৷ ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় অনেক মানুষ৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

গতবছরের জুলাই মাসের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ