একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীতে অন্তত ২২২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় শনিবার রাতে সুন্দা প্রণালীর আশেপাশের সমুদ্র সৈকতে সুনামির আঘাতে অনেক মানুষ হতাহত হয়েছে৷ জাভা এবং সুমাত্রার মাঝখানের এলাকায় এটি আঘাত হানে৷ সুনামিতে আহতের সংখ্যা অন্তত ৭০০৷ এছাড়া এখনো ত্রিশ ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে৷ অনেক ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে গেছে৷
ইন্দোনেশিয়া: এক সুনামি-বিধ্বস্ত জনপদ
ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত হয়েছে পর্যটন দ্বীপ সুলাওয়েসি৷ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে আট শতাধিক মরদেহ, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, দেখা দিয়েছে খাদ্য ও চিকিৎসা সংকট৷
ছবি: BNPB
ধ্বংসপ্রাপ্ত সেতু
৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সৃষ্ট জলোচ্ছ্বাসে নিহত হয়েছেন শত শত মানুষ৷ উদ্ধারকাজ পুরোপুরি শেষ হলে এ সংখ্যা আরো বাড়বে বলে আশংকা কর্তৃপক্ষের৷ জলোচ্ছ্বাসের ধাক্কায় ভেঙে পড়েছে পালুর ৩০০ মিটার দীর্ঘ সেতু৷
ছবি: BNPB
বিধ্বস্ত মসজিদ
শুক্রবার যখন পালুতে সুনামি আঘাত করে, তখন মসজিদে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন মুসল্লিরা৷ কর্তৃপক্ষ বলছে, সেসময় সমুদ্র সৈকতে আয়োজিত এক উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন অনেকে৷ তাঁদের বেশিরভাগই নিহত হয়েছেন৷
ছবি: AFP/Getty Images/J. Samad
জায়গা নেই হাসপাতালে
আহতদের ভিড় সামাল দিতে পারছে না স্থানীয় হাসপাতাল৷ আহতদের হাসপাতালের বাইরে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা৷ পালুর একটি হাসপাতালের পরিচালক কোমাং আদি সুয়েন্দ্র বলছেন, ‘‘আমাদের এই মুহূর্তে সব ধরনের সাহায্য প্রয়োজন৷ ফিল্ড হাসপাতাল, মেডিকেল কর্মী, ওষুধ, কম্বল, সবকিছু৷’’
ছবি: Getty Images/AFP/M. Rifki
নিখোঁজ অনেকেই
এখনো শহরজুড়ে ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন অনেকে৷ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধাকাজ চালানো যাচ্ছে না পূর্ণ গতিতে৷ উদ্ধারকর্মীরা আশংকা করছেন, নিহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছুতে পারে৷
ছবি: Reuters/Antara Foto
জ্বালানি সংকট
ভূমিকম্প ও সুনামির আঘাতে পুরো দ্বীপ এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে৷ ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকটও৷ অনেককেই দেখা গেছে, বাসার জেনারেটরের জন্য গ্যাস স্টেশনে নিজ হাতে গ্যাস নিতে৷
ছবি: DW/N. Amir
বেড়েছে লুটতরাজ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকটে পড়েছে পালু৷ বেঁচে থাকা অধিবাসীদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করছেন বিধ্বস্ত শপিং মল ও সুপারমার্কেটে৷ খুঁজে বের করছেন ব্যবহারযোগ্য জিনিসপত্র৷
ছবি: Reuters/DRONE PILOT TEZAR KODONGAN
জেল ভেঙে পলায়ন
অস্থিরতার সুযোগ কাজে লাগিয়েছেন দ্বীপের কয়েদিরাও৷ স্থানীয় বিভিন্ন জেল ভেঙে অন্তত ১২০০ অপরাধী পালানোর তথ্য জানানো হয়েছে সংবাদমাধ্যমে৷ পলাতক কয়েদিদের ধরতে শিগগিরই অভিযান পরিচালনা শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/AP Photo/T. Syuflana
পুনর্নিমাণের ঘোষণা
সুনামির আঘাতে বন্ধ হয়ে যাওয়ার একদিন পর পালু বিমানবন্দর খুলে দেয় কর্তৃপক্ষ৷ তখন থেকে ত্রাণ সরবরাহ শুরু করে সেনাবাহিনী৷ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোও সরেজমিনে পরিদর্শন করেছেন দ্বীপের অবস্থা, অঙ্গীকার করেছেন পুনর্নিমাণের৷
ছবি: Biro Pers Setpers
8 ছবি1 | 8
বিএনপিবির মুখপাত্র সুতোপো পুরো সুগ্রোহো এক বিবৃতিতে রবিবার জানান, ‘‘সুনামিতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কেননা, প্রত্যন্ত অঞ্চল থেকে সব তথ্য এখনো পাওয়া যায়নি৷’’
কর্তৃপক্ষ বলছে, সুনামির ঢেউ সম্ভবত আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের প্রভাবে পানির নীচে ভূমিধসের পাশাপাশি অমাবস্যার কারণে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের কারণে সৃষ্টি হয়ে থাকতে পারে৷ বিজ্ঞানীরা বলছেন, সুনামির ২৪ মিনিট আগে অগ্ন্যুৎপাত ঘটেছিল৷
সুগ্রোহো এই বিষয়ে বলেন, ‘‘এই দুই ঘটনার সংমিশ্রণে উপকূলে হঠাৎ করে সুনামি আঘাত হেনেছে৷’’ ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা সুনামির কারণ তদন্ত করছে বলেও জানান তিনি৷
প্রসঙ্গত, আনাক ক্রাকাতোয়া দ্বীপটি ১৮৮৩ সালে ক্রাকাতোয়া অগ্ন্যুৎপাতের অর্ধশতক পর জেগে ওঠে৷ সেই অগ্ন্যুৎপাতের সময় সৃষ্ট সুনামিতে ছত্রিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারান৷ শনিবারের সুনামির কয়েকদিন আগে থেকেই আগ্নেয়গিরিটি থেকে আকাশের দিকে ধোঁয়া উঠতে দেখা গেছে৷ সুগ্রোহো সুনামির ক্ষয়ক্ষতির ভিডিও টুইটারে প্রকাশ করেছেন৷
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এক টুইটার বার্তায় হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন৷ সুনামিতে আক্রান্তদের সর্বাত্মক সহায়তা করতে সরকারের সব দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি৷
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় অতীতেও সুনামিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে৷ ২০০৪ সালে ইন্দোনেশিয়াসহ ১৩ দেশে সুনামির আঘাতে ২২৬,০০০ মানুষ প্রাণ হারান৷ তাদের মধ্যে ১২০,০০০ ছিলেন শুধু ইন্দোনেশিয়ার বাসিন্দা৷