1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় হলিউডের ছবি থেকে বঞ্চিত দর্শকরা

২৯ মে ২০১১

হলিউড ছবির স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ইন্দোনেশিয়ার দর্শকরা৷ যুক্তরাষ্ট্রের মোশন পিকচার অ্যাসোসিয়েশন এমপিএ’র বয়কটের কারণে বিপাকে পড়েছেন দেশটির ছবি প্রেমিক দর্শকরা৷ এদিকে সিনেমা হলগুলোর অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে৷

ইন্দোনেশিয়ার একটি সিনেমার পোস্টারছবি: AP

গত বছরের জুন মাসে সরকার সাড়ে ২২ শতাংশ করারোপ করে সিনেমা হলগুলোতে প্রদর্শিত হলিউড ছবিগুলোর ওপর৷ আর তা নিয়েই বিরোধ বাধে মোশন পিকচার অ্যাসোসিয়েনশনের সঙ্গে৷ এরপর গত ফেব্রুয়ারি থেকে সিনেমা হলগুলোতে ছবি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয় এমপিএ৷ স্থানীয় এবং বিদেশের বি গ্রেডের ছবি দেখিয়েই এখন কোন মতে চলছে সিনেমা হলগুলো৷ ইন্দোনেশিয়ার সিনেমা কোম্পানিগুলোর ইউনিয়নের প্রধান দোনি সরফুদ্দিন জানান, সিনেমা হলগুলোতে যেসব ছবি দেখানো হয় তার অর্ধেকই আসে এমপিএ থেকে৷ এসব ছবির মধ্যে বিখ্যাত ওয়ার্নার ব্রাদার্স, ইউনিভার্সাল স্টুডিও এবং টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সে নির্মিত ছবিগুলোও রয়েছে৷ কিন্তু বয়কটের কারণে এসব ছবি দেখা থেকে বঞ্চিত হচ্ছে সিনেমা দর্শকরা৷ সিনেমা হলগুলোর শতকরা ৬০ থেকে ৭০ ভাগ আয় আসে হলিউডের ছবিগুলো দেখিয়ে, ফলে গত কয়েক মাস ধরে সিনেমা হলগুলো ব্যবসায় মার খাচ্ছে, বলে জানান দোনি সরফুদ্দিন৷ তিনি অভিযোগ করেন, সরকারের ঢিলেমির কারণে এর কোন সুরাহাও হচ্ছে না৷

কথায় আছে, কারও পৌষ মাস কারও সর্বনাশ৷ ইন্দোনেশীয় সিনেমা হলগুলোর দুরবস্থাতে এখন পাইরেসি ব্যবসার পোয়াবারো৷ সিনেমা হলে ছবি না দেখালে কী হবে, পাইরেটেড ডিভিডি তো রয়েছে৷ তাই সকলে এখন সেদিকেই ঝুঁকছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ