1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দো-প্যাসিফিকে জার্মানি-অস্ট্রেলিয়ার মহড়া

১৬ আগস্ট ২০২২

ইন্দো-প্যাসিফিকে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে জার্মানি। তাদের ১৩টি যুদ্ধবিমান মহড়ায় অংশ নেবে।

জার্মানির এই যুদ্ধবিমান মহড়ায় অংশ নেবে।
জার্মানির এই যুদ্ধবিমান মহড়ায় অংশ নেবে। ছবি: Daniel Karmann/dpa/picture alliance

চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলির উত্তেজনা বাড়ছে। এই অবস্থায় অস্ট্রেলিয়া ও জার্মানির যৌথ সামরিক মহড়া হবে ইন্দো-প্যাসিফিকে।

জার্মানি মোট ১৩টি যুদ্ধবিমান পাঠাচ্ছে। এই যুদ্ধবিমানগুলি 'পিচ ব্ল্যাক' প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে। জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের বিমানও তাতে অংশ নেবে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে জার্মানি এখন পূর্বের দিকে নজর দিচ্ছে বলে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। তিনি বলেছেন, একইসঙ্গে অন্য অঞ্চলের উপরও আমরা মনোযোগ দিচ্ছি।

সোমবারই ছয়টা ইউরোফাইটার জেট জার্মানি থেকে ইন্দো-প্যাসিফিকের দিকে উড়ে গেছে। তিনদিন ধরে মহড়া হবে। সেখানে দুইশবার আকাশে রিফুয়েলিং করবে যুদ্ধবিমানগুলি। 

জার্মানির ঘাঁটি থেকে এই ইউরোফাইটার অস্ট্রেলিয়া গেছে। ছবি: Daniel Karmann/dpa/picture alliance

২০২০-র সেপ্টেম্বরে বার্লিন ইন্দো-প্যাসিফিক গাইডলাইন পেপার প্রকাশ করে। সেখানে বলা হয়, জার্মানি এবং ইইউ ইন্দো-প্যাসিফিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। কারণ, আন্তর্জাতিক স্থিতাবস্থার জন্য এটা জরুরি।

চীনের চিন্তার কারণ নেই

জার্মানির তরফ থেকে জানানো হয়েছে, এই মহড়া নিয়ে চীনের চিন্তার কোনো কারণ নেই কারণ, তা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের খাঁড়িতে হবে না। এই দুইটি জায়গা নিয়েই চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলির উত্তেজনা রয়েছে। যুদ্ধবিমানগুলি আন্তর্জাতিক রুটে চলবে।

জার্মানির তরফ থেকে আরো জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে এই যৌথ মহড়া করে চীনকে কোনো বার্তা পাঠানো হচ্ছে না। জার্মানিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ফিলিপ গ্রিন বলেছেন, ''চীনের এই মহড়াকে অন্যভাবে নেয়ার কোনো অর্থ নেই। আমরা চাই এই অঞ্চল শান্তিতে থাকুক।''

জিএইচ/এসজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ