1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোপন তথ্যসহ সামরিক ল্যাপটপ বিক্রি!

১৭ মার্চ ২০২০

ইবে থেকে কেনা একটি ল্যাপটপে জার্মান সামরিক বাহিনীর ব্যবহার করা মোবাইল মিসাইল সিস্টেমের গোপন ও সংবেদনশীল তথ্য পাওয়া গেছে৷ জার্মানির নিরাপত্তা বিষয়ক গবেষকরা মাত্র সাড়ে আট হাজার টাকায় সেই ল্যাপটপ কিনেছেন৷

এই সেই ল্যাপটপছবি: Tim Berghoff

ল্যাপটপে আকাশ থেকে চালানো হামলা ঠেকানোর মিসাইল সিস্টেম ‘লেফ্লাসিস ওৎসেলট’ ধ্বংসের নির্দেশনা পাওয়া গেছে৷

জার্মান সামরিক বাহিনী ২০০১ সালে লেফ্লাসিস ওৎসেলটের ব্যবহার শুরু করে৷ এখনও সেটি ব্যবহৃত হচ্ছে৷

কম্পিউটারের নিরাপত্তা নিয়ে কাজ করা জার্মান সফটওয়্যার কোম্পানি ‘জি ডাটা’র কর্মীরা ল্যাপটপটি কিনেছিলেন৷

জার্মান গণমাধ্যম ‘ডেয়ার স্পিগেল’ প্রথম এই খবর প্রকাশ করে৷

জি ডাটা কোম্পানির নিরাপত্তা বিশেষজ্ঞ টিম ব্যার্গহোফ ডয়চে ভেলেকে বলেন, ল্যাপটপে ঢুকতে উইন্ডোজ পাসওয়ার্ডের প্রয়োজন পড়েনি৷ আর গোপন তথ্যের যে ফাইল, তাতে এমন পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল, যা সহজেই অনুমান করা যায়৷ ফলে সংশ্লিষ্ট ফাইলে সহজে ঢোকা গেছে৷

একটি রিসাইক্লিং কোম্পানি ল্যাপটপটি বিক্রি করেছিল৷

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেয়ার স্পিগেলকে জানিয়েছে, বিক্রির আগে ল্যাপটপের সব তথ্য মোছার দায়িত্ব ছিল ঐ রিসাইক্লিং কোম্পানির৷ ‘‘রিসাইক্লিংয়ের সময় কোনো ভুল হয়েছিল বলে ধারণা করা যায়,’’ বলে ডেয়ার স্পিগেলকে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র৷

ল্যাপটপে পাওয়া তথ্য সম্ভাব্য শত্রুদের জরুরি কোনো তথ্য দেয়নি বলেও মন্তব্য করেন তিনি৷

২০১৯ সালে একজন বন কর্মকর্তা জার্মানির বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের আয়োজিত নিলাম থেকে চারটি ল্যাপটপ কিনেছিলেন৷ সেগুলোতেও সংবেদনশীল তথ্য পাওয়া গিয়েছিল৷

আলিস্টেয়ার ওয়ালশ/জেডএইচ

২০১৭ সালের মে মাসের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ