1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইবোলায় আক্রান্তদের জন্য বিশেষ বিমান তৈরি করছে জার্মানি

২০ অক্টোবর ২০১৪

ইবোলা নিয়ে যুক্তরাষ্ট্রও মহাদুশ্চিন্তায়৷ ইবোলায় সংক্রমিতদের চিকিৎসা সুবিধা নিয়ে অসন্তোষ রয়েছে সে দেশে৷ এদিকে জার্মানি শুরু করেছে ইবোলায় আক্রান্তদের পরিবহনের জন্য বিশেষ বিমান তৈরির কাজ৷

Gulfstream III 3 Jet Krankentransport Ebola kommt nach Deutschland
ছবি: Reuters

এমন বিমান শুধু যুক্তরাষ্ট্রেরই রয়েছে৷ তবে তাদের বিমানে এমন সুবিধা থাকলেও সে দেশে ইবোলা ভাইরাসে সংক্রমিতদের চিকিৎসার সুব্যবস্থা আছে কিনা – এ প্রশ্ন বড় হয়ে উঠেছে৷ এ পর্যন্ত ইবোলায় আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে অন্তত দু'জন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে শুরু করেছেন৷ তবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরাই বলছেন, সেসব হাসপাতালে ইবোলার মতো ভয়ঙ্কর রোগের চিকিৎসার সুব্যবস্থা নেই৷

টেক্সাসের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন টমাস এরিক-ডানকান নামের এক ব্যক্তি৷ তিনি মারা গেছেন৷ দু'জন নার্সের শরীরেও ইবোলো ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে৷ তাঁদের চিকিৎসা চলছে৷ হিসেবে মাত্র কয়েকজন হলেও এখনি সতর্ক না হলে ইবোলা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র৷ প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়মিত নজর রাখছেন ইবোলা-পরিস্থিতির দিকে৷ এ কারণে গত সপ্তাহে দু'বার দৈনিক কর্মসূচিতে পরিবসর্তনও এনেছেন তিনি৷

স্পেনের নার্স টেরেসা রোমেরো এখন সুস্থছবি: Reuters/Javier Limon

জার্মানির একটি পত্রিকার খবর অনুযায়ী, জার্মান সরকার ইবোলা ভাইরাসে সংক্রমিতদের পরিবহনের জন্য বিশেষ বিমান তৈরির কাজ শুরু করেছে৷ ইবোলা বিরোধী চলমান লড়াইয়ে আন্তর্জাতিক পর্যায়েও ভূমিকার রাখার চেষ্টা করছে জার্মানি৷

বার্লিনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন৷ বৈঠকের মূল আলোচ্য বিষয় ইবোলা৷ রোববার বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র শীর্ষ বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্টাইনমায়ার ইউরোপিয়ান ইউনিয়ন, তথা সারা বিশ্বের প্রতিই ইবোলার বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে একক কোনো দেশের পক্ষে সফল হওয়া সম্ভব নয়৷ এ লড়াইয়ে সবাইকেকে এক হয়ে কাজ করতে হবে৷''

ইবোলা নিয়ে চারিদিকে যখন দুশ্চিন্তা বাড়ানোর খবর, তখনই স্পেন থেকে এলো সুখবর৷ স্পেনের এক নার্স এক রোগীর চিকিৎসা করতে গিয়েই ইবোলায় সংক্রমিত হয়েছিলেন৷ টেরেসা রোমেরো নামের সেই নার্স-এর আবার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে৷ ফলাফল ‘নেগেটিভ', অর্থাৎ, তাঁর শরীরে আপাতত ইবোলা ভাইরাস নেই৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ