1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইবোলার ধাক্কায় বেসামাল স্পেন তথা ইউরোপ

১২ অক্টোবর ২০১৪

ইউরোপ যখন বিপর্যস্ত অর্থনীতি ও ইউক্রেন সহ অন্যান্য আন্তর্জাতিক সংকটের ধাক্কা সামলাতে ব্যস্ত, ঠিক সে সময় ইবোলা বা এবোলা ভাইরাসের বিপদ মোটেই সুখবর হতে পারে না৷ বিশেষ করে স্পেনে একের পর এক ঘটনার ফলে উঠছে নানা প্রশ্ন৷

Ebola Helfer Personal Medizinische Helfer Arzt Spanien Infektion
ছবি: picture alliance/dpa/Ministry of Defense

আফ্রিকার বাইরে অনেক দেশে ইবোলা বিচ্ছিন্নভাবে ধরা পড়ছে৷ ইউরোপের শিল্পোন্নত দেশগুলি তা মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছে৷ বিমানবন্দরে যাত্রীদের ‘স্ক্রিনিং' থেকে শুরু করে হাসপাতালের বিচ্ছিন্ন অংশে রোগীদের চিকিৎসার ব্যবস্থা, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ সংক্রমণ-প্রতিরোধী পোশাক – এমন অনেক পদক্ষেপের মাধ্যমে ইবোলার প্রসার রোধ করতে চায় একাধিক দেশের প্রশাসন৷

কিন্তু স্পেনে একের পর এক ঘটনার ফলে এই সব পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠছে৷ ইউরোপীয় ইউনিয়নও সে দেশের সরকারের কাছে এমন অভিযোগের জবাব চেয়েছে৷ মাদ্রিদের হাসপাতালে এক নার্স যেভাবে এই রোগের কবলে পড়েছিলেন, সেই ঘটনাকে ঘিরে বিতর্ক চলছে৷ তাঁর আশেপাশের কয়েকজন মানুষকেও বিচ্ছিন্ন ইবোলা ওয়ার্ডে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রে দ্রুত ও নিশ্চিতভাবে এই রোগ শনাক্ত করাও সহজ হচ্ছে না৷ কিন্তু মাদ্রিদের হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ডে' রোগীদের সংখ্যা বেড়েই চলেছে৷ তাদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, কিছু ক্ষেত্রে সেই সব মানুষেরও ডাক পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে৷ মোটকথা স্পেনে এ নিয়ে এক বড় আকারের সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে কিছু মহল৷

ইউরোপের অন্যান্য প্রান্ত থেকেও বিচ্ছিন্নভাবে ইবোলার আবির্ভাব বা সন্দেহের ঘটনার খবর আসছে৷ ম্যাসিডোনিয়ার এক হাসপাতালে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগেও এক রোগীর ক্ষেত্রে ইবোলা সন্দেহ করা হচ্ছে৷ ব্রিটেন বিমানবন্দরগুলিতে সতর্কতার মাত্রা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ পশ্চিম আফ্রিকা থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে৷ রেলপথে ফ্রান্স ও বেলজিয়াম থেকে যারা ব্রিটেনে প্রবেশ করছে, তাদের উপরেও নজর রাখা হচ্ছে৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ