পশ্চিম আফ্রিকায় আঘাত হানা ইবোলা ভাইরাস এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষের প্রাণ নিয়েছে৷ আক্রান্ত দেশগুলোর সহায়তায় এগিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ৷ এশিয়ার চীন ও জাপান রয়েছে এই তালিকায়৷
বিজ্ঞাপন
চলতি বছর শেষ হওয়ার আগেই আক্রান্ত দেশগুলোতে ইবোলার প্রথম কার্যকর ওষুধ পাঠাতে পারে চীন৷ ইতিমধ্যে ঐসব অঞ্চলে থাকা চীনা সেবাকর্মীদের জন্য ওষুধ পাঠিয়েছে সে দেশ৷ আর বড় পরিসরে ব্যবহারের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন চীনা বিজ্ঞানীরা৷
এদিকে ইবোলা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও সেবাকর্মীরা যেন নিজেরা নিরাপদ থাকতে পারেন সেজন্য জাপান আক্রান্ত দেশগুলোতে উচ্চ-প্রযুক্তির মাস্ক পাঠাচ্ছে৷
ইবোলা ভাইরাসের আতঙ্ক সারা বিশ্বে
পশ্চিম আফ্রিকায় ইতিমধ্যে ৪,০০০ মানুষ ইবোলা সংক্রমণে মারা গেছে৷ ইউরোপ এবং অ্যামেরিকায় ইবোলার প্রথম সংক্রমণের পর মহামারির রূপ নিতে পারে এমন আতঙ্ক বাড়ছে৷ দেখুন ইবোলার বিস্তার এবং আতঙ্ক নিয়ে আজকের ছবিঘর৷
ছবি: picture-alliance/dpa
ডালাস, অ্যামেরিকা
টেক্সাসের এক হাসপাতালের একজন নার্স ইবোলা ভাইরাসে সংক্রমিত হওয়ায় তাঁর বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ৷ স্পেনের রাজধানী মাদ্রিদেও একজন ইবোলায় সংক্রমিত হয়েছেন৷ আক্রান্ত হওায়ার আগে ইবোলায় আক্রান্ত রোগীর সেবা করেছিলেন তিনি৷
ছবি: Reuters/Jaime R. Carrero
মিলান্ডু, গিনি
গিনির গ্রাম মিলান্ডুতে গত বছর ইবোলার সূত্রপাত হয়৷ এ রোগে আক্রান্ত হয়ে গত বছরের ৬ ডিসেম্বর দু’বছরের এক শিশু মারা যায়৷ সম্ভবত ওই শিশুটিই ছিল সাম্প্রতিক কালে মহামারির রূপ নেয়া ইবোলার প্রথম শিকার৷ তারপরই এই ভাইরাসে মারা যায় শিশুটির বোন, মা এবং নানি৷ এ বছরের মার্চ মাসে গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডাব্লিউএইচও-কে ইবোলার প্রাদুর্ভাবের কথা জানায়৷
মনরোভিয়া, লাইবেরিয়া
গিনির পর ইবোলা আঘাত হানে পার্শ্ববর্তী দেশ সিয়েরা লিওন ও লাইবেরিয়ায়৷ লাইবেরিয়ায় নার্সদের ধর্মঘটে ইবোলা রোগীদের সংকট কিছুটা বেড়ে যায়৷ তবে আশার কথা, সেনেগাল এবং নাইরেজিয়ায় এরই মধ্যে ইবোলা সংক্রমণের হার কিছুটা কমেছে৷
জেনেভা, সুইজারল্যান্ড
ইবোলা একটি সংক্রামক রোগ৷ রক্ত, বীর্য, যোনিরস, লালা বা দেহ নির্গত অন্য পদার্থ যেমন মলমূত্র বা বমির সংস্পর্শে এ রোগ ছড়ায়৷ আক্রান্ত রোগীদের পরিবারের সদস্য, ডাক্তার ও সেবাকর্মীদের এ রোগে আক্রান্ত হবার আশঙ্কা বেশি৷ তবে সংক্রমণ নিরোধক পোশাক এবং জীবাণুনাশক ব্যবহার করলে ইবোলায় সংক্রমিত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়, মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা৷
ছবি: Getty Images/P. Guyot
লাইপসিশ, জার্মানি
গত মঙ্গলবার জার্মানিতে আসা জাতিসংঘের দু’জন কর্মীর মধ্যে একজন লাইপসিশে মারা গেছেন, যিনি লাইবেরিয়াতেই ইবোলা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন৷ আর একজনকে বিশেষ ব্যবস্থায় ফ্রাংকফুর্ট শহরে চিকিৎসা দেয়া হচ্ছে৷ জার্মান স্বাস্থ্যমন্ত্রী হ্যারমান গ্যোহে অবশ্য আশার কথা শুনিয়েছেন৷ তাঁর মতে, ‘‘জার্মানিতে ইবোলা সংক্রমণের আশঙ্কা খুবই কম৷’’
ছবি: Reuters/R. Orlowski
5 ছবি1 | 5
এই মাস্কের নাম পিটারিচ৷ এক ধরনের রাসায়নিক দ্বারা আচ্ছাদিত এই মাস্ক বাতাসে থাকা প্রায় ৯৯ শতাংশ ভাইরাস থেকে পরিহিতকে বাঁচাতে পারে৷ মধ্যপ্রাচ্য মার্স ভাইরাসের যখন প্রকোপ চলছিল তখন এই মাস্ক বেশ কার্যকর ভূমিকা রাখে৷ সে কারণে কদিন আগে ইবোলা আক্রান্ত দেশ গিনির সরকার এই মাস্ক নির্মাতা জাপানি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে৷ তারা চিকিৎসক ও সেবাকর্মীদের জন্য মাস্ক আমদানির ব্যাপারে কথা বলে৷ কিন্তু সেটা করতে গেলে অনেকদিন লেগে যাবে বলে ‘ক্লেভার' নামে জাপানি ঐ কোম্পানিটি বিনামূল্যেই মাস্ক সরবরাহের সিদ্ধান্ত নেয়৷ একেকটি মাস্কের দাম প্রায় ৭৫ ডলার৷
ক্লেভার কোম্পানির অন্যতম পরিচালক সুয়োশি নাকাগাওয়ারা জানিয়েছেন, তাঁরা আপাতত গিনিতে মাস্ক পাঠিয়েছেন৷ তবে ইবোলায় বেশি আক্রান্ত দেশ সিয়েরা লিওনে মাস্ক না পাঠানোর কারণ হিসেবে তিনি সে দেশে জাপানের দূতাবাস না থাকার কথা বলেন৷