1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইবোলা আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ হাজার: ডাব্লিউএইচও

২৮ নভেম্বর ২০১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ হিসেব বলছে, আটটি দেশে ইবোলা আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ হাজার৷ এর মধ্যে মারা গেছেন ৫,৬৮৯ জন৷ এদিকে, ইবোলা মোকাবিলার জন্য ভ্যাকসিন খোঁজার ক্ষেত্রে একটি ইতিবাচক খবর পাওয়া গেছে৷

Genf Einlieferung Felix Baez Sarria Ebola Patient 21.11.2014
ছবি: AP Photo/Julien Gregorio, Geneva University Hospital

ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক জিএসকে-র তৈরি একটি ভ্যাকসিন পরীক্ষা করে ভালো ফল পাওয়া গেছে৷ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা চালানো হয়৷ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস' বা এনআইএআইডি-র পরিচালক ডা. অ্যান্থনি ফাওসি ভ্যাকসিন পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন৷ এনআইএআইডি-ও ভ্যাকসিনটি তৈরির কাজে যুক্ত ছিল৷

চীনা টেলিভিশন সিসিটিভি এ সম্পর্কিত একটি ভিডিও প্রতিবেদন টুইটারে প্রকাশ করেছে৷

এ সম্পর্কিত আরও খবর:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত আটটি দেশে ইবোলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৯৩৫-এ৷ এ সময় মৃত্যুবরণ করেছেন ৫,৬৮৯ জন৷

এদিকে, লাইবেরিয়ার এইডস কমিশনের প্রধান ডা. ইভান এফ. কামানোর বলেছেন, ইবোলার কারণে সে দেশে এইডস আক্রান্ত রোগীরা সমস্যা পড়েছেন৷

অস্ট্রেলিয়ায় রেড ক্রসের কর্মী লিবি বোয়েল বলেছেন, তিনি কলেরা রোগের চারটি মহামারি রূপ দেখেছেন৷ তবে ইবোলা তার চেয়ে ভিন্ন৷

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পশ্চিম আফ্রিকায় ইবোলা যে মহামারি রূপ ধারণ করেছে সেটা ইতিহাসের সবচেয়ে বড়৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ