1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইবোলা মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?

জাহিদুল হক১৩ অক্টোবর ২০১৪

সারা বিশ্ব এখন ইবোলা আতঙ্কে ভুগছে৷ মূলত পশ্চিম আফ্রিকার তিনটি দেশে মহামারি রূপ নিয়েছে ইবোলা৷ ইউরোপ ও অ্যামেরিকায়ও তার পা পড়েছে৷ বাংলাদেশও এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে৷

মরক্কোর একটি বিমানবন্দরে ইবোলা পরীক্ষা চলছেছবি: picture alliance/AP Images/A. Bounhar

দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইবোলা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে৷ আন্তর্জাতিক বিমান, স্থল ও সমুদ্রবন্দরে ২৫টি মেডিকেল টিম বসানো হয়েছে৷ ইবোলা আক্রান্ত কাউকে পাওয়া গেলে তার চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক ইউনিট প্রস্তুত রাখা হয়েছে৷

একদিকে যখন সরকারের পদক্ষেপের এমন খবর বেরিয়েছে, অন্যদিকে দি ডেইলি স্টার বলছে, লাইবেরিয়া থেকে ফেরা ছয় বাংলাদেশি নাগরিককে নাকি শাহজালাল বিমানবন্দরে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষাই করা হয়নি৷ এর মধ্যে তিনজনকে অবশ্য বাংলাদেশে ফেরার পরদিন যখন তাঁরা মালপত্র সংগ্রহ করতে আবার বিমানবন্দরে যান তখন পরীক্ষা-নিরীক্ষা করা হয়৷ ক্রফোর্ড কিলিয়ান নামের ক্যানাডিয়ান এক ব্লগার টুইটারে এ সংক্রান্ত একটি খবর শেয়ার করেছেন৷

ইবোলা সংক্রান্ত এমন খবরে আশঙ্কা প্রকাশ করে সাবরিনা এইচ লিখেছেন, ‘‘এটা (ইবোলা) যদি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে আঘাত হানে, তাহলে আমরা বিপদে পড়ে যাব৷''

আসিফ মতিন লিখেছেন, ‘‘যখন আমি বাংলাদেশে ইবোলার কথা ভাবি, ভয় পেয়ে যাই৷ বিশ্বাস করুন, এটা খুবই মারাত্মক হবে৷ আমরা কি প্রস্তুত?''

এদিকে, মাইকেল শিল্ড তাঁদের গত বছরের একটি গবেষণাপত্র শেয়ার করেছেন৷ তিনি লিখেছেন, তাঁরা বাংলাদেশের ২৭৬টি বাদুড়ের উপর পরীক্ষা চালিয়ে পাঁচটির মধ্যে জায়ার ও রেস্টন ইবোলা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ