1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইবোলা মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?

জাহিদুল হক১৩ অক্টোবর ২০১৪

সারা বিশ্ব এখন ইবোলা আতঙ্কে ভুগছে৷ মূলত পশ্চিম আফ্রিকার তিনটি দেশে মহামারি রূপ নিয়েছে ইবোলা৷ ইউরোপ ও অ্যামেরিকায়ও তার পা পড়েছে৷ বাংলাদেশও এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে৷

মরক্কোর একটি বিমানবন্দরে ইবোলা পরীক্ষা চলছেছবি: picture alliance/AP Images/A. Bounhar

দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইবোলা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে৷ আন্তর্জাতিক বিমান, স্থল ও সমুদ্রবন্দরে ২৫টি মেডিকেল টিম বসানো হয়েছে৷ ইবোলা আক্রান্ত কাউকে পাওয়া গেলে তার চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক ইউনিট প্রস্তুত রাখা হয়েছে৷

একদিকে যখন সরকারের পদক্ষেপের এমন খবর বেরিয়েছে, অন্যদিকে দি ডেইলি স্টার বলছে, লাইবেরিয়া থেকে ফেরা ছয় বাংলাদেশি নাগরিককে নাকি শাহজালাল বিমানবন্দরে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষাই করা হয়নি৷ এর মধ্যে তিনজনকে অবশ্য বাংলাদেশে ফেরার পরদিন যখন তাঁরা মালপত্র সংগ্রহ করতে আবার বিমানবন্দরে যান তখন পরীক্ষা-নিরীক্ষা করা হয়৷ ক্রফোর্ড কিলিয়ান নামের ক্যানাডিয়ান এক ব্লগার টুইটারে এ সংক্রান্ত একটি খবর শেয়ার করেছেন৷

ইবোলা সংক্রান্ত এমন খবরে আশঙ্কা প্রকাশ করে সাবরিনা এইচ লিখেছেন, ‘‘এটা (ইবোলা) যদি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে আঘাত হানে, তাহলে আমরা বিপদে পড়ে যাব৷''

আসিফ মতিন লিখেছেন, ‘‘যখন আমি বাংলাদেশে ইবোলার কথা ভাবি, ভয় পেয়ে যাই৷ বিশ্বাস করুন, এটা খুবই মারাত্মক হবে৷ আমরা কি প্রস্তুত?''

এদিকে, মাইকেল শিল্ড তাঁদের গত বছরের একটি গবেষণাপত্র শেয়ার করেছেন৷ তিনি লিখেছেন, তাঁরা বাংলাদেশের ২৭৬টি বাদুড়ের উপর পরীক্ষা চালিয়ে পাঁচটির মধ্যে জায়ার ও রেস্টন ইবোলা ভাইরাসের অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ