1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত

৩ নভেম্বর ২০১০

ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে৷ এজন্য আইনে পরিবর্তন আনা হচ্ছে৷ ইভটিজিংয়ের শিকার হয়ে চলতি বছরের ১০ মাসে আত্মহত্যা করেছে ২৩ জন৷ আর ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন শিক্ষক ও মা৷

এসব মেয়েকে বখাটেদের হাত থেকে রক্ষা করা দরকার (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

বখাটে সন্ত্রাসীরা শিক্ষা-প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে তরুণী-মহিলাদের উত্যক্ত করছে৷ তাদের বিরুদ্ধে দেশের সবশ্রেনীর মানুষ সোচ্চার হলেও তারা যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে৷ চলতি বছরে দেড় হাজারের মত ইভটিজিংয়ের অভিযোগ রেকর্ড করা হলেও বাস্তবে অবস্থা আরও ভয়াবহ৷ তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইভটিজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন, এজন্য আইনে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে৷

তিনি বলেন, ইভটিজিং প্রতিরোধে শুধু আইনই যথেষ্ট নয়৷ পারিবারিক মূল্যবোধ ও নৈতিক অনুশাসন গড়ে তুলতে হবে৷ নইলে ইভটিজিং প্রতিরোধ করা যাবে না৷

অন্যদিকে হাইকোর্ট এক আদেশে ইভটিজিংয়ের হাত থেকে সুরক্ষার জন্য দেশের পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছে৷ সরকারকে নির্দেশ দিয়েছে নীতিমালা তৈরি করতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ