1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় আক্রান্ত কলেজ শিক্ষকের মৃত্যু

২১ অক্টোবর ২০১০

সাকা চৌধুরীর বাসায় পুলিশের ঘটনা নিয়ে খবর, খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে জল্পনা-কল্পনা ছাড়াও আজকের পত্র-পত্রিকায় বিশেষ জায়গা পেয়েছে বিডিআর বিদ্রোহ মামলা এবং ইভ টিজিং বিরোধী কলেজ শিক্ষকের মৃত্যুর খবর৷

Students, School, Bangladesh, ইভ টিজিং, কলেজ, শিক্ষক, বাংলাদেশ
ছাত্রীদের বাঁচাতে ইভি টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিলেন শিক্ষকছবি: picture alliance / landov

নাটোরের বাগাতিপাড়ায় ইভ টিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত হওয়া কলেজ শিক্ষক মিজানুর রহমান মারা গেছেন৷ আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান৷ ইভ টিজিংয়ের শিকার মেয়েদের বাঁচাতে গিয়ে শিক্ষকের মৃত্যুর খবরটি দৈনিক প্রথম আলো, যায়যায়দিন, যুগান্তর, কালের কণ্ঠ, ডেইলি স্টারসহ অধিকাংশ পত্রিকার প্রথম পাতায় জায়গা পেয়েছে৷ খবরে বলা হয়েছে, এ ঘটনায় বখাটেদের বিচার দাবি করে বিক্ষোভ ও রেলস্টেশন অবরোধ করে লোকমানপুর মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী৷ মিজানুরের সহকর্মী ও পরিবারের অভিযোগ, হামলার অভিযোগে মামলা দায়ের করা হলেও তাঁকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিয়ে অপরাধীদের রক্ষার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় গত ১২ অক্টোবর লোকমানপুর বাজারে বখাটেরা গায়ে মোটরসাইকেল তুলে দিলে গুরুতর আহত হয়েছিলেন মিজানুর রহমান৷

সকল বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহিউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, দেশের সকল বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে শিগগিরই সরকারি তথা জাতীয়করণ করা হবে৷ প্রধানমন্ত্রী এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন৷ বুধবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন৷ দৈনিক ইত্তেফাক বিশেষ গুরুত্বের সাথে প্রকাশ করেছে শিক্ষক সমাবেশ এবং শিক্ষা বিষয়ক এই সুখবরটি৷

রাঙামাটিতে বন্দুকযুদ্ধে ২ জন নিহত

রাঙামাটির বসন্তমুখ ও ভিজাকিসিং এলাকায় উপজাতিদের দু'গ্রুপের বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে৷ দৈনিক জনকণ্ঠ, যুগান্তরসহ বেশ কয়েকটি পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে খবরটি৷ এতে বলা হয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে৷ এলাকাবাসী জানায়, বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাঙামাটির বসন্তমুখ ও ভিজাকিসিং এলাকায় দু'পক্ষের মধ্যে থেমে থেমে কয়েক শ' রাউন্ড গুলিবিনিময় হয়েছে৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ