1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইভ টিজিং-এর আতঙ্কে দিন কাটান ঢাকার তরুণীরা

৯ এপ্রিল ২০১০

মৌলি ইসলাম ঢাকার কলেজ পড়ুয়া তরুণী৷ প্রতিদিনই তাঁকে শহরে বের হতে হয়৷ বাসে উঠলে তাঁকে শুনতে হয় ছেলেদের খারাপ মন্তব্য৷ প্রতিবাদ করলে উল্টো হয়রানির শিকার হতে হয়৷ তাই তো সে আতঙ্কিত৷ আতঙ্কিত আরো অনেকে৷

ইভ টিজিং-এর মত সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত সকলেরইছবি: Prabhakar

একই ধরনের অভিজ্ঞতা আরেক তরুণী সেলিয়া রহমানের৷ তিনি জানান, ইভ টিজিং-এর কারণে তাঁকে মানসিক চাপের মুখে থাকতে হয়৷ রাতের দিকে পুলিশের সহায়তা চাইলে নিরাপত্তা না দিয়ে উল্টো মন্তব্য ‘এত রাতে আপনি বাইরে কেন ?’

রাজধানীতে ইভ টিজিং এখন তরুণী-কিশোরীদের আতঙ্কের নাম৷ আর এ কারণে, আত্মহত্যার ঘটনাও ঘটছে৷ গত সপ্তাহে ঢাকায় ইভ টিজিং-এর শিকার এক তরুণীর আত্মহত্যার ঘটনা কাঁদিয়েছে সবাইকে৷ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান জানান, ঢাকাসহ সারাদেশে গত তিন মাসে পাঁচ জন তরুণী-কিশোরী আত্মহত্যা করেছে৷ তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু শিক্ষকের যৌন হয়রানির শিকার হচ্ছেন তরুণী শিক্ষার্থীরাও৷

দেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও, আর্থ সামাজিক অবস্থার কারণে এই আইনের সুবিধা পাচ্ছেন না অনেকেই৷ অন্যদিকে, মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও তরুণীদের উত্যক্ত করা হচ্ছে৷ তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের পরামর্শক মুনীর হাসান জানান, সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এর প্রতিকার হয়ত পাওয়া যাবে৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ