সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেলে বন্দি। দলের অভিযোগ, ইমরানের সঙ্গে জঙ্গির মতো ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
ক্ষমতা হারানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে দুইশটিরও বেশি মামলা করা হয়েছে। এবার তো তাকে কারাগারে বন্দি করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, ইমরানের সঙ্গে কারাগারে যে ব্যবহার করা হচ্ছে, তা সাধারণত জঙ্গিদের সঙ্গে করা হয়।
আইনজীবীরা কী বলেছেন?
ইমরানের আইন বিষয়ক মুখপাত্র নইম হায়দার পানজুঠা বলেছেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি জেলে গিয়ে ইমরানের সঙ্গে কথা বলতে পেরেছেন। ইমরান তাকে বলেছেন, ''আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, যাতে মনে হচ্ছে আমি একজন জঙ্গি।''
তিনি জানিয়েছেন, ''ইমরানকেখুব ছোট ও অন্ধকার সেলে রাখা হয়েছে। খোলা জায়গায় শৌচ করতে হচ্ছে। ওই সেলে একটাই সুবিধা আছে। তা হলো, একটা সিলিং ফ্যান।''
ইমরান খানকে গ্রেপ্তার করার পর দুইদিন ধরে পেশোয়ারে তাণ্ডব চালিয়েছেন পিটিআই কর্মীরা। বিভিন্ন ভবন, বাস, গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। অবাধে ভাঙচুর চলেছে। ইমরান নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর তারা আবার রাস্তায় নেমে বিজয়োৎসব করেছেন।
ছবি: Muhammad Sajjad/AP Photo/picture alliance
ইমরানের ছবি নিয়ে
পাকিস্তানের প্রায় সর্বত্রই একই দৃশ্য দেখা গেছে। ইমরান খানের ছবি-সহ পোস্টার, ব্যানার নিয়ে রাস্তায় নেমে আনন্দে মেতেছেন কর্মীরা।
ছবি: Muhammad Sajjad/AP Photo/picture alliance
অধিকাংশ নেতাই গ্রেপ্তার
সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে ইমরানের দলের অধিকাংশ নেতাকেই গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে সাবেক যুবকল্যাণ মন্ত্রী উসমান ডর বলেন, সব কর্মী যেন রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন। এভাবেই ইমরানকে সমর্থন করার বার্তা পৌঁছে দেয়া যাবে। তারপর প্রচুর কর্মী রাস্তায় নামেন। উপরের ছবিটি পিটিআই নেতা কুরেশির। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
ছবি: Anjum Naveed/AP Photo/picture alliance
সুপ্রিম কোর্টের বাইরে
কড়া নিরাপত্তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের বাইরে পৌঁছে গিয়েছিলেন কয়েকজন সমর্থক। প্রধান বিচারপতির নির্দেশের কথা জানার পর তারা উল্লাসে ফেটে পড়েন। একটু দূরে দাঁড়ানো নিরাপত্তারক্ষীরা তাদের আর কিছু বলেনি।
ছবি: Anjum Naveed/AP Photo/picture alliance
কঠোর নিরাপত্তা
এর আগে সুপ্রিম কোর্টের আশপাশে নিরাপত্তা প্রচুর বাড়ানো হয়। আদালতের অনুমতিতে কোনো ঝুঁকি না নিয়ে বিচারপতিরা যে গেট দিয়ে ঢোকেন, সেখান দিয়েই ইমরানের গাড়ি ঢোকানো হয়।
ছবি: Aamir Qureshi/AFP
মরিয়ম নওয়াজ ক্ষুব্ধ
পাকিস্তান মুসলিম লিগ-এনের নেত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, তারা এই রায়ে একেবারেই খুশি নন। প্রধান বিচারপতির উচিত ইস্তফা দিয়ে ইমরানের দলে যোগ দেয়া। তার দাবি, যে ব্যক্তি সরকারি কোষাগারের ছয় হাজার কোটি টাকার ক্ষতি করেছে, তাকে দেখে প্রধান বিচারপতি কী করে এত খুশি হন?
ছবি: Arshad Butt/AP/dpa/picture alliance
পাক অর্থনীতিতে আঘাত?
এমনিতেই পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এই অবস্থায় দুইদিন ধরে পিটিআই কর্মীরা নির্বিচারে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি করেছেন। প্রচুর ভবন, বাস, গাড়ি ও অন্য সম্পত্তি পুড়িয়ে দিয়েছেন। বিভিন্ন দোকান লুট করা হয়েছে, বড় ডিপার্টমেন্টাল স্টোর তছনছ করা হয়েছে বলে অভিযোগ। এর ফলে অর্থনীতির হাল আরো খারাপ হবে বলে ক্ষমতাসীন জোট অভিযোগ করেছে।
ছবি: Muhammad Sajjad/AP Photo/picture alliance
7 ছবি1 | 7
নইমের দাবি, ইমরানের মনোবলে একটুও চিড় ধরেনি। তিনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি।
ইমরানের আরেক মুখপাত্র রসুল হাসান বলেছেন, ''তাকে থাকার অযোগ্য জায়গায় রাখা হয়েছে। তা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী চাঙ্গা আছেন। তিনি বলেছেন, মানুষকে জানান, আমি আমার নীতি থেকে সরব না।''
ইমরান তৈরি
নইম জানিয়েছেন, মঙ্গলবার তারা আদালতে আবেদন জানাবেন। তবে ইমরান সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি আছেন।
ইমরানের আইনজীবীরা ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়ে বলবেন, সাবেক প্রধানমন্ত্রীকে যেন ভালোভাবে জেলে রাখা হয়। সেখানে একটা টেবিল, চেয়ার, টিভি ও গদি দেয়া হয়. এবং বাড়ি থেকে খাবার আনার সুবিধা দেয়া হয়। তাকে যেন স্ত্রী, দলের নেতা এবং আইনজীবীদের সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়।