পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য ইসলামাবাদের আইজি-কে নির্দেশ নির্বাচন কমিশনের।
বিজ্ঞাপন
কমিশন জানিয়ে দিয়েছে, ইমরান যেন জামিন না পান, এমন ধারায় তাকে গ্রেপ্তার করতে হবে। মঙ্গলবার ইমরানকে তাদের সামনে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে। নির্বাচন কমিশনকে অবমাননার জন্যই এই নির্দেশ।
পাকিস্তান নির্বাচন কমিশনের চার সদস্যের বেঞ্চ জানিয়েছে, বলা সত্ত্বেও ইমরান কমিশনের সামনে আসেননি। তাই ইমরানকে গ্রেপ্তার করে তাদের সামনে হাজির করার নির্দেশ জারি করা হয়েছে।
কমিশনের অভিযোগ, ইমরান ও তার দলের দুই নেতা মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও ভয়ংকর অভিযোগ করেছেন।
সোমবারই সুপ্রিম কোর্টে ইমরান একটি মামলায় জামিন পেয়েছেন। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ইমরানের বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা হয়েছে।
ইমরানের গ্রেফতার ও পাকিস্তানের চ্যালেঞ্জ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তার রাজনৈতিক দল৷ এ অবস্থায় অর্থনৈতিক সংকটে ধুকতে থাকা পরমাণু শক্তিধর দেশটি আরো নতুন চ্যালেঞ্জের মুখে পড়লো৷
ছবি: K.M. Chaudary/AP/dpa/picture alliance
অর্থনৈতিক সংকট
২২ কোটি মানুষের দেশ পাকিস্তানে এখন মূল্যস্ফীতি ৩৬ শতাংশের বেশি৷ খাদ্যে মূল্যস্ফীতি ৪০ শতাংশ৷ কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার রেকর্ড ২১ শতাংশে পৌঁছেছে৷ কোনো বিনিয়োগ নেই৷ বাড়ছে দারিদ্র্য৷ তার সঙ্গে যুক্ত হলো নতুন এই রাজনৈতিক সংকট৷
ছবি: Akhtar Soomro/REUTERS
আটকে আছে আইএমএফ-এর অর্থ
গত নভেম্বর থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর ঋণ ঝুলে আছে৷ বৈদেশিক রিজার্ভ সাড়ে চার বিলিয়ন ডলারে এসে ঠেকেছে৷ অর্থাৎ এক মাসের পণ্য আমদানির অর্থ আছে তাদের কাছে৷
ছবি: Muhammad Sajjad/AP Photo/picture alliance
নির্বাচন নিয়ে বিরোধ
পাকিস্তানে বিচার বিভাগের সঙ্গে সরকারের সাংবিধানিক বিরোধ স্পষ্ট হচ্ছে৷ রাজনৈতিকভাবে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবে মে মাসের মধ্যে নির্বাচন দেবার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার তা নাকচ করে দিয়েছে৷
ছবি: Asif Hassan/AFP/Getty Images
রাজনৈতিক চাপ
দুর্নীতির অভিযোগে গত বছর প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খান ও তার দল বর্তমান সরকারের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রেখেছে৷ গত মার্চ মাসে ইমরানকে গ্রেফতারের জন্য কয়েকবার চেষ্টা চালিয়েও ইমরান সমর্থকদের বাধার মুখে করতে পারেনি৷
ছবি: Khurram Amin/AA/picture alliance
ক্ষমতাশালী সামরিক বাহিনী
পাকিস্তানের সরকারগুলো সাধারণত সেনাসমর্থনে ক্ষমতায় থাকে৷ দেশটির ৭৫ বছরের ইতিহাসে মিলিটারি সরাসরি ক্ষমতায় ছিল ৩০ বছর৷ মঙ্গলবার গ্রেফতার হবার একদিন আগে ইমরান একজন দায়িত্বরত সেনা অফিসারের সমালোচনা করেছিলেন৷
ছবি: Aamir Qureshi/AFP
জঙ্গিবাদের উত্থান
পাকিস্তানে জঙ্গিবাদও একটা বড় সমস্যা৷ সম্প্রতি কয়েকটি আক্রমণের পর সরকার বলছে, তারা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আবারো অপারেশন শুরু করবে৷ সবশেষ ২০১৪ সালে জঙ্গিবাদ বিরোধী অভিযান চালাতে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়েছে এবং প্রায় দশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে৷
ছবি: Fayaz Aziz/REUTERS
6 ছবি1 | 6
ইমরানের দল পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, সোমবার নির্বাচন কমিশনের নোটিশ ইমরানের লাহোরের বাড়িতে তার এই আইনজীবী গ্রহণ করেন। সেখানে ২৫ তারিখ কমিশনের সামনে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইমরানও সেখানে উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের নির্দেশের পরই ইমরান ইউটিউবের মাধ্যমে তার সমর্থকদের বলেন, তিনি জেলে যাওয়ার জন্য তৈরি আছেন। পাকিস্তানের মিডিয়ার নিয়ন্ত্রক সংস্থা টেলিভিশনে ইমরানের ভাষণ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ইমরান বলেছেন, ''মিডিয়া এখন সরকারের নিয়ন্ত্রণে। ওরা এখন সব চ্যানেলকে সরকারি চ্যানেলে পরিণত করেছে।''
ইমরান বলেছেন, তার বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে, সব মিথ্যা ও ভুয়া। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ তাকে জেলে পাঠাতে বদ্ধপরিকর।