1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইরাকের প্রতিটি ইঞ্চি আইএসমুক্ত করা হবে'

২ এপ্রিল ২০১৫

টিকরিট পুনর্দখলের ঘোষণা দিয়েছে ইরাকি বাহিনী৷ তারপরই প্রধানমন্ত্রীর ঘোষণা, ‘ইরাকের প্রতিটি ইঞ্চি আইএসমুক্ত করা হবে'৷ ওদিকে সিরিয়ায় বড় সাফল্য পেয়েছে আইএস৷ ইয়ারমুক ফিলিস্তিনি শরণার্থী শিবির দখল করে নিয়েছে তারা৷

Irak Tikrit Kämpfe Eroberung Irakische Armee
ছবি: picture-alliance/epa/STR

ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সাফল্যের খবরটি নিশ্চিত করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, দামেস্কের কাছের ইয়ারমুকে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরটির বড় একটি অংশ এখন আইএস-এর দখলে৷ তবে শরণার্থী শিবিরের কোথাও কোথাও এখনো যুদ্ধ চলছে বলেও জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

মোসুল দখলের মাধ্যমে ইরাকে আইএস আত্মপ্রকাশ করার পর মঙ্গলবারই সবচেয়ে বড় সাফল্যটি পেয়েছে ইরাকি বাহিনী৷ প্রায় মাস খানেক যুদ্ধের পর টিকরিট পুনর্দখলের ঘোষণা দিয়েছে তারা৷ ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি অবশ্য টিকরিটের সাফল্যকে যথেষ্ট মনে করছেন না৷ যত দ্রুত সম্ভব দেশের অন্যান্য অংশ থেকেও আইএস-কে বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন তিনি৷

টিকরিটের অনেক ভবন থেকে এখনো কালো ধোঁয়া উড়ছে৷ থেকে থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ৷ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্যরা জানান, টিকরিটে এখনো কোথাও কোথাও আইএস-এর যোদ্ধারা রয়েছে৷ আইএস-এর বিরুদ্ধে যুদ্ধরত এক আধাসামরিক বাহিনীর সদস্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জঙ্গিরা টিকরিটের অদূরের এক পাহাড় থেকে গোলা ছুড়েছে৷ তাঁর ধারণা, আইএস যোদ্ধারা পালানোর পথ তৈরি করার জন্যই এমন হামলা চালাচ্ছে৷

টিকরিটের অনেক ভবন থেকে এখনো কালো ধোঁয়া উড়ছেছবি: picture-alliance/epa/STR

এদিকে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল গাবান সাংবাদিকদের বলেছেন, আইএস যোদ্ধারা টিকরিট ছেড়ে আশপাশের এলাকায় আশ্রয় নিয়েছে বলে তাঁদের ধারণা৷ আইএস টাইগ্রিস নদী অতিক্রম করে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করছে বলেও মনে করেন তিনি৷

টিকরিট ছেড়ে গেলেও সেখানে অনেক চিহ্ন রেখে গেছে আইএস৷ অনেক ভবন এখনো বহন করছে তাদের চিহ্ন৷ আইএস যে ভবন যে কাজে ব্যবহার করতে চেয়েছে সেই ভবনের একটি নামও দিয়েছিল৷ একটি ভবনে বড় করে এখনো লেখা আছে, ‘ইসলামিক স্টেটের সম্পত্তি'৷

তবে ইরাকি বাহিনী দখল পুনরুদ্ধার করার পর থেকে শুরু হয়েছে পাল্টা লেখালেখি৷ আধা সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন ভবনে তাঁদের গোষ্ঠীর নাম লিখতে শুরু করেছেন৷ বিভিন্ন ভবন থেকে জামাকাপড়, শ্যাম্পু এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য লুটপাট করতেও দেখা গেছে আধা সামরিক বাহিনীর সদস্যদের৷

এসিবি/এসবি (এএফপি,রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ