1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন হতাহত

১৪ জানুয়ারি ২০১২

ইরাকের দক্ষিণের শহর বসরায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৩ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ জুবায়ের জেলার একটি মসজিদগামী শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়৷ তবে কোনো পক্ষ এখনো হামলার দায় স্বীকার করেনি৷

ফাইল ছবিছবি: Reuters

শিয়া মুসলিমদের একটি বিশেষ ধর্মীয় উৎসবে যোগ দিতে কয়েকহাজার তীর্থযাত্রী যখন একটি নিরাপত্তা চৌকিতে অবস্থান করছেন, ঠিক তখনই পুলিশের বেশে ছদ্ম পরিচয়পত্র দেখিয়ে সেখানে হাজির হয় এক আত্মঘাতী হামলাকারী৷ এরপর হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়৷ এতে তীর্থযাত্রী ছাড়াও একাধিক পুলিশ সদস্য নিহত হয়েছে৷ চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আহতের সংখ্যা শতাধিক৷

শিয়া তীর্থযাত্রীদের সঙ্গে থাকা খাদিম নাসের বার্তাসংস্থা এএফপিকে জানান, আত্মঘাতী হামলাকারী তীর্থযাত্রীদের মাঝে কেক এবং অন্যান্য খাবার বিতরণ করছিল৷ একজন সেনা সদস্য তাকে সরিয়ে নিতে চাইলে, সে মাটিতে পড়ে যায় এবং বোমার বিস্ফোরণ ঘটায়৷

সেসময় নারী এবং শিশুরা হামলাকারীর পাশ দিয়ে যাচ্ছিল, জানান নাসের৷ তিনি বলেন, বেশ কয়েকজন নারী এবং শিশুকে আহত অবস্থায় দেখেছি আমি৷

চলতি বছরে এটাই ইরাকে সবচেয়ে বড় বোমা হামলা৷ এর আগে গত ৫ ডিসেম্বর বাগদাদে শিয়াদের উপর আরেক বোমা হামলায় প্রাণ হারায় ৭০ ব্যক্তি৷ শিয়াদের উপরে ইরাকে এই হামলা নতুন কিছু নয়৷ এধরনের সহিংসতা রোধে নিরাপত্তা বাহিনীও কড়া ব্যবস্থা নিয়ে থাকে৷ শিয়াদের চলতি ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে ৩৫,০০০ পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে ইরাকে৷ এদের মধ্যে পাঁচ শতাধিক পুলিশ রয়েছে বিভিন্ন নিরাপত্তা চৌকিতে৷ তাসত্ত্বেও হামলা ঠেকানো গেলো না৷ তবে কারবালায় কোন ধরনের সহিংসতার খবর এখনো পাওয়া যায়নি৷

উল্লেখ্য, ইরাকে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে৷ এরইপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ শিয়াদের সঙ্গে সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের বিরোধ বাড়ছে৷ গত মাসে সেদেশের শিয়াপন্থী সরকার সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাসিমির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ হাসিমি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ