1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে ইরানপন্থি বাহিনির উপর মার্কিন প্রত্যাঘাত

২৬ ডিসেম্বর ২০২৩

ইরাকে ইরানপন্থি বাহিনীর উপর মার্কিন হামলা। তার আগে ইরানপন্থিরা মার্কিন সেনার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ।

২০২০ সালে ইরানপন্থি বাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে ইরাকি বাহিনীকে আক্রমণ করে।
ইরাকে ইরানপন্থি বহিনীর বিরুদ্ধে প্রত্যাঘাত করেছে অ্য়ামেরিকা। ছবি: Adrian Weale/Planetpix/Planet Pix via ZUMA Wire/picture alliance

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ''এই প্রত্যাঘাত জরুরি ছিল। কারণ, ইরানের মদতপুষ্ট বাহিনী এর আগে মার্কিন সেনার উপর হামলা করে। একজন মার্কিন সেনার অবস্থা সংকটজনক। আরো দুইজন আহত হয়েছেন।''

সাবেক টুইটার ও বর্তমানে এক্স-এ অস্টিন লিখেছেন, ''মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাকে কাতাইব হেজবল্লাহ ও তাদের সহযোগী গোষ্ঠীগুলির উপর তিন জায়গায় আক্রমণ করা হয়েছে। ইরাক ও সিরিয়ায় অ্যারিকার সেনার উপর একাধিক হামলার পরিপ্রেক্ষিতে এই প্রত্যাঘাত করা হয়েছে।''

অস্টিন বলেছেন, ''মঙ্গলবার ভোরে ইরানের মদতপুষ্ট বাহিনীর আক্রমণে আহত মার্কিন সেনার জন্য তিনি প্রার্থনা করছেন।''

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ''অ্য়ামেরিকাকে রক্ষা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে বাইডেন দ্বিধা করবেন না। আমি এটও স্পষ্ট করতে চাই, বাইডেন এবং আমি অ্যামেরিকা, অ্যামেরিকার মানুষ ও সেনার স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেব।'' অস্টিন বলেছেন, ''ওই অঞ্চলে আমরা বিরোধ বাড়াতে চাই না। কিন্তু আমাদের মানুষ ও নাগরিকদের স্বার্থে, আমাদের তৈরি করা ব্যবস্থা রক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতেও আমরা দ্বিধা করব না।''

কাতাইব হেজবোল্লাহ ২০০৭ সালে ইরানের রেভলিউশনারি গার্ডের সাহায্যে একটি মিলিশিয়া গোষ্ঠী তৈরি করেন। ২০০৯ সালে অ্যামেরিকা তাদের বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করে।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াই শুরু হওয়ার পর ইরাকে অ্যামেরিকার সেনার উপর আক্রমণের সংখ্যাও বেড়েছে। ইরাকে আড়াই হাজার ও সিরিয়ায় নয়শ মার্কিন সেনা আছে।

জিএইচ/এসজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ