1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে নতুন সরকার

৯ সেপ্টেম্বর ২০১৪

ইরাকে গঠিত হলো নতুন সরকার৷ সোমবার সে দেশের সাংসদরা তিনজন উপ-প্রধানমন্ত্রী ও ২১ জন মন্ত্রী বিশিষ্ট মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে৷ যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ অনেকেই নতুন সরকারকে স্বাগত জানিয়েছে৷

Irak Vereidigung der neuen Regierung 08.09.2014
নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিছবি: Reuters/Hadi Mizban

অবশ্য গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে– স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা – এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি৷ অবশ্য সপ্তাহখানেকের মধ্যে সেটা সম্ভব হবে, বলে মনে করছেন নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি৷

দেশটির সাবেক সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তাঁরা ইরাকের সব ধর্ম ও মতের জনগণকে একসঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে৷ যে কারণে দেশটির সুন্নি অধ্যুষিত অঞ্চলের একটা বড় অংশ ইসলামিক স্টেট বা আইএস-এর দখলে চলে গেছে৷ তাই নতুন সরকারের চ্যালেঞ্জ হবে, সবার জন্য কাজ করা এবং আইএস বা আইসিস-এর বিরুদ্ধে লড়তে ঐক্যবদ্ধ হওয়া৷

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে ইরাকে একটি ঐক্যবদ্ধ সরকারের প্রয়োজন অনুভব করছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব৷ নতুন সরকার সে ধরণের হয়েছে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ তাই তিনি একে স্বাগত জানিয়েছেন৷

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন৷ তবে শিগগিরই স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ পূরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন৷

এদিকে, আইএস-এর বিরুদ্ধে লড়তে জনমত গড়ে তুলতে সৌদি আরব ও জর্ডানের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ বুধ ও বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় তিনি আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিছবি: Reuters

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার আইএস-কে হারানোর ‘কৌশল' ঘোষণা করবেন বলে জানিয়েছেন৷

হোয়াইট হাউস জানিয়েছে প্রায় ৪০টির মতো দেশ আইএস-এর বিরুদ্ধে লড়তে সহায়তা করার কথা জানিয়েছে৷

শিশু আত্মঘাতী হামলাকারী

জাতিসংঘ মহাসচিবের এক বিশেষ প্রতিনিধি লায়লা জেরুগি জানিয়েছেন, শিশুদের আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে ব্যবহার করছে আইএস৷ এছাড়া শিশুদের দিয়ে অস্ত্র বহন, কৌশলগত এলাকায় টহল দেয়া ও সাধারণ মানুষদের আটক করার মতো কাজও করানো হচ্ছে৷ শিশুদের কারও কারও বয়স ১৩ বছর বলেও জানান তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ