1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাক, সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি

১৮ জানুয়ারি ২০১৬

ইরাক থেকে ‘অনেক' যুক্তরাষ্ট্রের নাগরিক এখন নিখোঁজ৷ অন্যদিকে সিরিয়ার দেইর আল-জোরে অন্তত ১৩৫ জনকে হত্যা করেছে তথাকথিত ‘ইসলামিক স্টেট' বা আইএস৷

Symbolbild Syrien Deir ez-Zor Kämpfe
ছবি: Getty Images/AFP/A. Aboud

বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস নিশ্চিত করেছে যে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অনেকের হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ার খবরটি সত্য৷ এর আগে বাগদাদের একটি পত্রিকা জনায়, তিন মার্কিন নাগরিককে আইএস অপহরণ করেছে৷ এই খবরের সত্যতা যাচাই করতে গিয়েই বেরিয়ে আসে আরো অনেকের ‘নিখোঁজ' হওয়ার তথ্য৷ বাগদাদের মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজদের খুঁজে বের করার কাজ চলছে৷

ওদিকে সিরিয়ার পূর্বাঞ্চলের দেইর আল-জোরে অন্তত ১৩৫ জনকে হত্যা করেছে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস৷ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণাধীন এ এলাকায় অনেক অগ্রসর হয়েছে আইএস৷ চালিয়েছে হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ৷ লেবাননের আল-মায়েদিন পত্রিকার খবর অনুযায়ী, নিহতের সংখ্যা ২৮০ এবং আইএস কর্তৃক অপহৃতের সংখ্যা চারশ'ও হতে পারে৷

সিরিয়া ও ইরাকে অবশ্য প্রায় নিয়মিতই চলছে হত্যাযজ্ঞ৷ মধ্যপ্রাচ্যের ওই অঞ্চল দীর্ঘদিন ধরেই অশান্ত৷ ইসলামি খেলাফত কায়েমের উদ্দেশ্যে সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-এর আবির্ভাবের পর হত্যা এবং ধ্বংসের হার বৃদ্ধি পেয়েছে এবং হত্যা এবং ধ্বংসের ধরণেও এসেছে পরিবর্তন৷ আইএস-এর মতো নিষ্ঠুরতা সভ্য দুনিয়ায় বহুকাল দেখা যায়নি বলেও অনেক বিশ্লেষকের দাবি৷

এদিকে সিরিয়া যুদ্ধের কারণে সে দেশে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার একটা চিত্র তুলে ধরেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন৷ প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ শুরু হওয়া পর থেকে সিরিয়ায় এ পর্যন্ত আড়াই লাখ মানুষ নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে ১০ হাজারই শিশু৷

এসিবি/ডিজি (এএফপি, এপি, গার্ডিয়ান)

ইসলামি খেলাফত কায়েমের উদ্দেশ্যে সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট যা করছে, তা কি আপনি সমর্থন করেন? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ