1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা তৎপরতা

২৫ জুন ২০১৪

সুন্নি জঙ্গি সংগঠন আইএসআইএস-এর হামলা এখনো চলছে৷ তাদের ঠেকাতে এখনো ব্যর্থ ইরাকি সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সেনা উপদেষ্টারা৷ আঙ্গেলা ম্যার্কেল মনে করেন, ইরাকে শান্তি আনতে পারে ক্ষমতায় সর্বস্তরের অংশগ্রহণ৷

Irak 21.06.2014
ছবি: Getty Images/Afp

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইরাক সরকার সে দেশের সব গোষ্ঠীর মতামতের ভিত্তিতে দেশ পরিচালনায় দীর্ঘদিন ধরেই ব্যর্থ৷ জার্মান সংসদে তিনি বলেন, ‘‘আমরা ইরাকে এমন সরকার চাই, যার মাধ্যমে সে দেশের সব অংশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে৷ কিন্তু বছরের পর বছর ধরে আমি দেখে চলেছে যে, তা হচ্ছে না৷''

ইরাকে শিয়া আর সুন্নিদের মধ্যেই মতের মিল এবং সে অনুযায়ী দেশ পরিচালনার ন্যূনতম সম্ভাবনাও তৈরি হয়নি৷ আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর মদদপুষ্ট সুন্নিদের জঙ্গি সংগঠন আইএসআইএস বুধবারও ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার দখলের জন্য হামলা চালায়৷ তবে সেনাবাহিনীর প্রতিরোধের মুখে সে প্রয়াস এবারও ব্যর্থ হয়েছে৷ এছাড়া সেনাবাহিনীর তৎপরতা আপাতত শিয়া অধ্যুষিত এলাকাগুলো রক্ষা করার চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ৷ ধারণা করা হয়, ইরাক জুড়ে আইএসআইএস-এর কম পক্ষে দশ হাজার প্রশিক্ষিত সদস্য রয়েছে৷ তাদের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর বড় রকমের কোনো যুদ্ধ পরিকল্পনার আভাস এখনো পাওয়া যায়নি৷

জার্মান চ্যান্সেলার বলেছেন, ‘‘আমরা ইরাকে এমন সরকার চাই, যার মাধ্যমে সে দেশের সব অংশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে৷’’ছবি: picture-alliance/dpa

এদিকে আইএসআইএস-এর হামলা থেকে বাগদাদ এবং ইরাকের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চল রক্ষায় সেনাবাহিনীকে মদদ জোগাতে মার্কিন সেনা উপদেষ্টারা কাজ শুরু করেছেন৷ এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ৩০০ সেনা উপদেষ্টা ইরাকে রয়েছেন৷ পেন্টাগন জানিয়েছে, সেনা উপদেষ্টাদের মূল কাজ হবে ইরাকের সেনাবাহিনীর ক্ষমতা এবং তৎপরতা বিশ্লেষণ করে কার্যকর যুদ্ধপরিকল্পনা প্রণয়ন করা৷ তবে মার্কিন সেনা উপদেষ্টারা কতদিন ইরাকে থাকবেন, সে সম্পর্কে পেন্টাগন কিছু জানায়নি৷

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কুর্দি নেতা মাসুদ বারাজানির সঙ্গে বৈঠক করেন৷ ইরবিলে অনুষ্ঠিত বৈঠক শেষে কেরি বলেন, ‘‘ইরাকের জন্য এখন পরিস্থিতি খুব জটিল৷'' ইরাকে কুর্দিরা এখনো নিজেদের এলাকা নিজেদের দখলে রাখতে পেরেছে৷ এর বাইরে দেশের উত্তর এবং দক্ষিণের বড় একটা অংশ দখল করে নিয়েছে আইএসআইএস৷

এসিবি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ