1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে হামলা

২৩ জুলাই ২০১২

একের পর এক বোমা হামলা আর নিরীহ মানুষের রক্তপাতে গোটা ইরাকের নিরাপত্তা পরিস্থিতি এখন বিপর্যস্ত৷ গত ডিসেম্বরে মার্কিন সেনাদের বিদায়ের পরও দেশটিতে শান্তি প্রতিষ্ঠার কোনো লক্ষণ নেই৷ বরং পরিস্থিতি আরও নাজুক হচ্ছে৷

ছবি: Reuters

সিরিজ বোমা

রাজধানী বাগদাদ সহ অন্তত ১৩টি শহরের ২১টি জায়গাতে এই বোমা হামলা চালানো হয়৷ কমপক্ষে ৮৯ জন মানুষের প্রাণহানির কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তবে এএফপি বলছে ৯১ জন নিহতের কথা৷ গাড়ি বোমা, রাস্তা পাশের বোমার পাশাপাশি ছিল আত্মঘাতীদের বোমা৷ বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাওয়া মানুষগুলোর সাহায্যে যখন পুলিশ ও আশেপাশের মানুষ এগিয়ে যায় তখন তাদের লক্ষ্য করেও আত্মঘাতীরা হামলা চালিয়েছে৷

উত্তরাঞ্চলের তাজি শহরে সচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রথমে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটে একটি কম্পাউন্ডের সামনে৷ এরপর পুলিশকে লক্ষ্য করে সপ্তম বোমা হামলটি হয়৷ এতে ১৪ জন পুলিশ সহ মোট ৩২ জন নিহত হয়৷ একইভাবে কির্কুকে ছয়জন, সদর শহরে ১১, দিয়ালাতে চার সেনা ও পুলিশ সহ ছয় জন নিহত হয়েছে৷ উধাইম শহরের ইরাকি সেনাদের একটি চেকপয়েন্টে বন্দুকধারীরা হামলা চালায় এতে চার সেনা নিহত হয়৷ এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গাতে নিরাপত্তা বাহিনী, সরকারি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়৷ তবে এতে নিরীহ মানুষেরই প্রাণ গেছে বেশি৷

আল-কায়েদার পাঁয়তারা

এই হামলার ফলে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি যে কতটা নাজুক সেটা খুবই স্পষ্ট হয়ে গেছে৷ সিরিয়াতে যেভাবে মানুষ মরছে, সেভাবেই যেন ইরাকেও হতাহতের ঘটনা ঘটে চলেছে৷ তেমনই ইঙ্গিত দিয়েছেন এক ইরাকি কর্মকর্তা৷ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, সম্প্রতি এইসব হামলাতে স্পষ্ট যে আল-কায়েদা ইরাকে সাম্প্রদায়িক যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে৷ সিরিয়ার পরিস্থিতি খেয়াল করলে এই ধরণের হামলাকে দেশের জন্য একটি হুমকি বলেই মনে হয়৷ আল-কায়েদা ইরাকে শিয়া-সুন্নি যুদ্ধ লাগানোর দ্বারপ্রান্তে রয়েছে৷ তারা ইরাকের পরিস্থিতি সিরিয়ার দিকে ঠেলতে চায়৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই আল-কায়েদার একটি অডিও বার্তায় ইরাকে এই ধরণের হামলার ইঙ্গিত দেওয়া হয়েছিল৷

আরআই / ডিজি (এএফপি, রয়টার্স)

ছবি: Reuters
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ