1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পকর্ম ধ্বংস, ২২০ জন খ্রিষ্টান জিম্মি

২৭ ফেব্রুয়ারি ২০১৫

ইরাকে দুর্লভ শিল্পকর্ম ধ্বংস করেছে আইএস৷ সিরিয়ায় ২২০ জন অ্যাসিরীয় খ্রিষ্টানকে জিম্মি করেছে তারা৷ জিম্মিদের উদ্ধারের জন্য সে এলাকায় আইএস-এর ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদেশ৷

Irak Bagdad Museum Ausstellung
(ফাইল ফটো)ছবি: Reuters

সিরিয়ার উত্তর-পূর্বের তাল তামর দখলের জন্য গত কিছুদিন ধরে জোর হামলা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)৷ শহরটি এখনো কুর্দিদের দখলে৷ তবে আইএস শহরের পাশের অন্তত ১০টি গ্রাম দখল করে নিয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে৷ আইএস-এর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি৷ এ ছাড়া ২২০ জন অ্যাসিরীয় খ্রিষ্টানকে জিম্মিও করেছে ইসলামি জঙ্গি সংগঠন আইএস৷ জিম্মিদের মধ্যে অনেক নারী এবং শিশুও রয়েছে৷

এদিকে জিম্মিদের উদ্ধারের জন্য আইএস-এর ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইরাক ও সিরিয়ার অন্যান্য মিত্ররা৷ তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এর পাশাপাশি আলোচনার মাধ্যমে জিম্মিদের মুক্ত করার চেষ্টাও চলছে৷ আইএস-এর সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন কয়েকজন আরব উপজাতি এবং অ্যাসিরীয় খ্রিষ্টানদের এক প্রতিনিধি৷ আইএস-এর হামলার সময় তাল তামরের আশেপাশের এলাকা থেকে অন্তত ৫ হাজার মানুষ প্রাণভয়ে পালিয়েছে৷ তাঁদের অধিকাংশই অদূরের কোয়ামিশি শহরে আশ্রয় নিয়েছেন৷ বাকিরা গিয়েছেন হাসাকেহ শহরে৷

আইএস-এর হামলার সময় তাল তামরের আশেপাশের এলাকা থেকে অন্তত ৫ হাজার মানুষ প্রাণভয়ে পালিয়েছেছবি: DW/K. Sheikho

সিরিয়ার মতো ইরাকেরও বেশ বড় একটি অংশ দখল করে নেয়া আইএস আরেকটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে বৃহস্পতিবার৷ এই ভিডিওচিত্রে অবশ্য হত্যা দেখানো হয়নি৷ তাতে দেখা গেছে উত্তর ইরাকে আইএস জঙ্গিদের অমূল্য কিছু শিল্পকর্ম ধ্বংস করার দৃশ্য৷ বিশেষজ্ঞরা বলছেন, আড়াই হাজার বছরেরও বেশি আগের শিল্পকর্মগুলো এমনভাবে ধ্বংস করা হয়েছে যে সেগুলো মেরামত করে আর আগের অবস্থায় ফিরিয়ে না আনা যাবে না৷

এদিকে আইএস-এর আগের প্রকাশ করা ভিডিওচিত্রে দেখানো ‘জিহাদি জন'-এর পরিচয় জানার দাবি করেছে বিবিসি৷ বার্তা সংস্থাটি জানিয়েছে, আইএসএ-এর ভিডিওতে কালো কাপড়ে মুখ ঢাকা ব্যক্তি, যাকে এতদিন ‘জিহাদি জন' বলা হয়েছে, তার আসল নাম মোহাম্মদ এমওয়াজি৷ কুয়েতি বংশোদ্ভূত এমওয়াজি এখন যুক্তরাজ্যের নাগরিক, বয়স ২০ বছর৷ গত আগস্টে যুক্তরাষ্ট্রের সাংবাদিক জেমস ফোলির শিরশ্ছেদের ভিডিওতে প্রথম দেখা যায় তাকে৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ