1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে শিয়াদের উপর আবারও হামলা, নিহত ৩

৭ জানুয়ারি ২০১২

ইরাকে শিয়াদের উপর শনিবার আবারও হামলা হয়েছে৷ এতে তিনজন নিহত হয়েছেন৷ শুক্রবারও দুজন নিহত হয়েছিলেন৷ আর বৃহস্পতিবার মারা যান কমপক্ষে ৭০ জন৷

ফাইল ছবিছবি: Reuters

বাগদাদের দক্ষিণের ছোট্ট শহর মাহমুদিয়ায় রাস্তার পাশে পড়ে থাকা একটি বোমার বিস্ফোরণে দুজন শিয়া তীর্থযাত্রী নিহত হয়েছেন৷ আর আহত হন ২০ জন৷

আরেকটি ঘটনায় বাগদাদ থেকে ৬৫ কিলোমিটার উত্তর-পূর্বের শহর বাকুবায় তীর্থযাত্রীদের বহন করা গাড়িতে বোমার বিস্ফোরণ হলে তাতে মারা যান একজন৷ বোমাটি গাড়ির সঙ্গে লাগানো ছিল বলে জানা গেছে৷

উল্লেখ্য, শিয়ারা সাধারণত ইমাম হুসেনের মৃত্যুবার্ষিকীর দিন থেকে ৪০ দিন পর্যন্ত দোয়া অনুষ্ঠান করে থাকে৷ এখন সেই সময়টা চলছে৷ এ উপলক্ষ্যে শিয়ারা পবিত্র শহর কারবালায় যাচ্ছিলেন৷ এসময় হামলার ঘটনা ঘটে৷

এসব আবারও ইরাকের নিয়মিত দৃশ্য হয়ে উঠছেছবি: picture-alliance/dpa

সম্প্রতি ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমির বিরুদ্ধে সন্ত্রাসী কাজে মদদ দেয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরাকের শিয়া প্রধান সরকার৷ তারই প্রতিক্রিয়ায় বিভিন্ন হামলার ঘটনা ঘটছে৷

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি, যিনি একজন কুর্দ, তিনি হাশেমিকে আশ্রয় দেবেন বলে জানিয়েছেন৷ এতে ক্ষুব্ধ হয়েছেন শিয়ারা৷ প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আজ বসরা শহরে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে৷

এদিকে আরেক ঘটনায় সাবেক মার্কিন কোম্পানি ব্ল্যাকওয়াটার'এর সঙ্গে বোঝাপড়া করেছেন ইরাকে নিহত চার মার্কিন নাগরিকের পরিবার৷ ব্ল্যাকওয়াটার হচ্ছে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা৷ ইরাকে তারা মার্কিন সরকারের হয়ে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল৷

এরই এক পর্যায়ে ২০০৪ সালে যুদ্ধের সময় ব্ল্যাকওয়াটারের ঐ চার কর্মীকে ইরাকের ফালুজাতে কর্মরত অবস্থায় আটক করা হয়৷ পরে তাদের মারধর করে হত্যা করা হয়৷ শুধু তাই নয়, দু'জনের মৃতদেহ একটি সেতু থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল৷ আর বাকীদের পুড়িয়ে দেয়া হয়েছিল৷ গণমাধ্যমে এসব ছবি প্রচারিত হওয়ার পর মার্কিন জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছিল৷

এদিকে এই ঘটনার পর নিহতদের পরিবার ব্ল্যাকওয়াটারের বিরুদ্ধে মামলা করে৷ তাদের অভিযোগ, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই ঐ চারজনকে ঝুঁকিপূর্ণ কাজে পাঠিয়েছিল ব্ল্যাকওয়াটার৷ তাদের বুলেট প্রুফ কোনো গাড়ি দেয়া হয় নি৷ ছিল না কোনো আধুনিক অস্ত্রও৷

তবে এখন শোনা যাচ্ছে, ব্ল্যাকওয়াটারের সঙ্গে বোঝাপড়া হওয়ার পর পরিবারের সদস্যরা কোম্পানির বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন৷ উল্লেখ্য, ব্ল্যাকওয়াটার নাম পরিবর্তন করে এখন ‘একাডেমি' নামে পরিচিত৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ