ইরাকে তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে জাতিসংঘ৷ এক রিপোর্টে জানিয়েছে, ইরাকে জরুরিভিত্তিতে ৫০ লাখেরও বেশি শিশুর মানবিক সাহায্য দরকার৷
বিজ্ঞাপন
জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইরাক জুড়ে এসব শিশু প্রতিদিন নৃশংস ও ভয়াবহ সহিংস ঘটনার সাক্ষী হচ্ছে৷ সাম্প্রতিক সময়ের ভয়াবহ এই যুদ্ধে সেখানকার শিশুরা হত্যা, নির্যাতন, গুম এবং নৃশংসতার শিকার হচ্ছে৷''
মোসুলে ইসলামিক স্টেটের জঙ্গিরা আত্মরক্ষার জন্য প্রায়ই শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে এবং তাদের হত্যা করে৷ বিভিন্ন পরিবারকে শিক্ষা দিতে তারা শিশুদের প্রতি বর্বর আচরণ করে৷ শিশুদের নির্যাতন করে তারা পরিবারকে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য করে৷
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, মোসুলের পুরোনো শহরের কেন্দ্রটি এখনো জঙ্গিদের দখলে৷ সেখানে ১ লাখেরও বেশি মানুষ আটকা পড়েছে, যাদের মধ্যে অর্ধেকই শিশু৷
২০১৪ সালে ইরাকের বেশিরভাগ শহর জঙ্গিরা দখল করলে সেসময় থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ১ হাজার ১০০ জন৷ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪ হাজার ৬৫০ জন শিশু৷
যুদ্ধের ডামাডোলে অবোধ অসহায় শিশু
চার বছরেরও বেশি হয়ে গেল সিরিয়ায় যুদ্ধ চলছে৷ ইরাক আর আফগানিস্তানেও চলছে বড়দের ক্ষমতার লড়াই৷ তার মাঝেই নিরীহরা লড়ছে বেঁচে থাকার আপ্রাণ লড়াই৷ শিশুরাই বেশি অসহায়৷
ছবি: picture-alliance/dpa/G. Habibi
আশ্রিতের কষ্ট
সিরিয়া থেকে প্রাণ রক্ষার্থে এখনো শত শত মানুষ আসছে ইউরোপে৷ জীবন হাতে নিয়ে কোনো রকমে সাগর পার হয়ে ইউরোপে পা রাখতে পারলেই স্বস্তি৷ গ্রিসের একটি দ্বীপে পৌঁছানোর পর তেমন স্বস্তিই অশ্রু হয়ে ঝরছে এক শরণার্থীর চোখ থেকে৷
ছবি: Reuters/D. Michalakis
যুদ্ধক্ষেত্রের স্বাভাবিকতা
সিরিয়ার এই দুটি শিশুর কাছে যুদ্ধই এখন স্বাভাবিক ঘটনা৷ তাই মৃত্যুভয় নিয়েও তারা হাসতে জানে, খেলতে পারে৷ একটু আগেও ওরা খেলেছে, তবে এখন ওরা যুদ্ধ থামার অপেক্ষায়৷ যুদ্ধটা একটু থামলেই এক দৌড়ে বাবা-মায়ের কাছে যাবে৷
ছবি: DW/Kamal Sheikho
পিতা-পুত্র
দেশের সীমানা একবার পার হতে পারলে সিরীয়রা প্রথমে যায় তুরস্কে, তারপর সোজা ইউরোপে৷ ছবির এই পিতা-পুত্র তুরস্কের সীমান্তেই পুলিশি বাঁধার মুখে অসহায়৷
ছবি: Getty Images/AFP/B. Kilic
তবু আনন্দ জাগে
তুরস্কের এক শরণার্থী শিবির৷ সেখানে শিশুদেরও মেনে নিতে হয় মানবেতর জীবন৷ তবু সুযোগ বা উপলক্ষ্য পেলেই আনন্দে মাতে তাদের মন৷ এই শিশুটিও মেতেছে আনন্দে৷
ছবি: picture-alliance/AA/I. Erikan
অস্ত্র নিয়ে হাসি-তামাশা
এই শিশুটি আফগানিস্তানের৷ তার বাবাও জঙ্গি৷ আরেক জঙ্গি খুনসুটিতে মেতেছে তার সঙ্গে৷
ছবি: picture-alliance/dpa/G. Habibi
5 ছবি1 | 5
২০১৫ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত যৌথ বাহিনীর আক্রমণের পরইরাকের অনেক শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জঙ্গিরা৷ মোসুলও শিগগিরই তাদের নিয়ন্ত্রণমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে৷