1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকের শিশুদের জন্য মানবিক সাহায্য?

২২ জুন ২০১৭

ইরাকে তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে জাতিসংঘ৷ এক রিপোর্টে জানিয়েছে, ইরাকে জরুরিভিত্তিতে ৫০ লাখেরও বেশি শিশুর মানবিক সাহায্য দরকার৷

ছবি: Reuters/S. Salem

জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইরাক জুড়ে এসব শিশু প্রতিদিন নৃশংস ও ভয়াবহ সহিংস ঘটনার সাক্ষী হচ্ছে৷ সাম্প্রতিক সময়ের ভয়াবহ এই যুদ্ধে সেখানকার শিশুরা হত্যা, নির্যাতন, গুম এবং নৃশংসতার শিকার হচ্ছে৷''

মোসুলে ইসলামিক স্টেটের জঙ্গিরা আত্মরক্ষার জন্য প্রায়ই শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে এবং তাদের হত্যা করে৷ বিভিন্ন পরিবারকে শিক্ষা দিতে তারা শিশুদের প্রতি বর্বর আচরণ করে৷ শিশুদের নির্যাতন করে তারা পরিবারকে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য করে৷

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, মোসুলের পুরোনো শহরের কেন্দ্রটি এখনো জঙ্গিদের দখলে৷ সেখানে ১ লাখেরও বেশি মানুষ আটকা পড়েছে, যাদের মধ্যে অর্ধেকই শিশু৷

২০১৪ সালে ইরাকের বেশিরভাগ শহর জঙ্গিরা দখল করলে সেসময় থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ১ হাজার ১০০ জন৷ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪ হাজার ৬৫০ জন শিশু৷

২০১৫ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত যৌথ বাহিনীর আক্রমণের পরইরাকের অনেক শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জঙ্গিরা৷ মোসুলও শিগগিরই তাদের নিয়ন্ত্রণমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ