1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাক : আবার আত্মঘাতী হামলা

সঞ্জীব বর্মন৭ জুলাই ২০০৪

ইরাকের বাকুবা শহরের কাছে খালিস শহরে এক শবযাত্রার মধ্যে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে৷ শহরের মেয়র-এর ভাইয়ের শবযাত্রার সময়ে এই হামলা ঘটে৷

ব্লেয়ার : ইরাকে হয়তো কখনোই মারণাস্ত্র খুঁজে পাওয়া যাবে না৷
ব্লেয়ার : ইরাকে হয়তো কখনোই মারণাস্ত্র খুঁজে পাওয়া যাবে না৷ছবি: AP

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারী সোজা গাড়ি চালিয়ে শবযাত্রার মধ্যে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়৷ হামলায় এক স্থানীয় পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে৷

ইরাকের আভ্যন্তরীণ প্রশাসনের প্রধানমন্ত্রী ইলাদ আলাওয়ি নিরাপত্তা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আজ একঝাঁক পদক্ষেপের ঘোষণা করতে চলেছেন৷ পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জ়েবারি বলেছেন, এই আইনের সাহায্যে সরকার প্রয়োজনে কার্ফিউ জারি করতে, চেকপয়েন্ট-এর মাধ্যমে রাস্তায় প্রহরা বসাতে এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশী বা তাদের আটক করতে পারবে৷ আলাওয়ির সরকার ও আমেরিকা ইরাকে সন্ত্রাসী হামলার জন্য প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের অনুগামীদের দায়ী করে থাকে৷ এদিকে সাদ্দাম হুসেনের আইনজীবীরা জানিয়েছে, যে তারা আদালতের কাজকর্ম ভণ্ডুল করতে নানারকম দাবি পেশ করতে থাকবে, যাতে মামলার সময় দীর্ঘায়িত হয়৷ মঙ্গলবার প্যারিসে সাদ্দামের ফরাসি আইনজীবী এমানুয়েল লুদো একথা জানান৷

লেবাননী বংশোদ্ভুত এক মার্কিন সৈন্যকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা৷ আটক ব্যক্তি - ওয়াসেম আলি হাসুন-এর ভাই একথা জানিয়েছে৷ তবে মার্কিন বাহিনী এবিষয়ে এখনো নিশ্চিত নয়৷

এদিকে অখ্যাত এক গোষ্ঠি ঘোষণা করেছে, যে জর্ডানের সন্ত্রাসবাদি নেতা আবু মুসাব আল জ়ারকাভি যদি অবিলম্বে ইরাক ত্যাগ না করে, তাহলে তাকে হত্যা করা হবে৷ ইরাকের বহু হামলার জন্যই জ়ারকাভি-কে দায়ী করা হয়৷ আল আরাবিয়া টেলিভশন নেটওয়ার্কে পাঠানো এক ভিডিও বার্তায় ৪ মুখোশধারী ব্যক্তি এই হুঁশিয়ারি জারি করেছে৷ তাদের একজন বলেছে, যে জ়ারকাভি ইরাকের লোক নয় এবং সে হাজার হাজার ইরাকীকে হত্যা করেছে৷ তাই তাকে ও তার অনুগামীদের খুঁজে বার করে হত্যা করা হবে৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার ইতিমধ্যে ইরাকে গণবিধ্বংসী মারণাস্ত্র খুঁজে পাওয়ার আশা ত্যাগ করেছেন৷ মঙ্গলবার লন্ডনে সাংসদদের সামনে তিনি বলেন, এই অস্ত্র হয়তো কখনোই খুঁজে পাওয়া যাবে না৷ এতদিন পর্যন্ত অবশ্য ব্লেয়ার এবিষয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন৷ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বুশ-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক সত্ত্বেও তাঁর সঙ্গে কিছু প্রশ্নে মতপার্থক্যের কথাও স্বীকার করেন ব্লেয়ার৷ তবে তা সত্ত্বেও ব্রিটেনের স্বার্থেই এই সম্পর্কের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন৷ ব্লেয়ার-এর মতে, গুয়ানতানামোর কুখ্যাত ও বিতর্কিত কারাগার কোনো এক সময়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত৷

এদিকে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক রিপোর্ট অনুযায়ি মার্কিন গোয়েন্দা সংস্থা - CIA ইরাকের মারণাস্ত্র কর্মসূচি শেষ হয়ে গেছে - এটা জেনেও চুপ করে ছিলো৷ CIA মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বুশ বা অন্যান্য কোনো নেতাকেই এবিষয়ে কিছু জানায় নি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ