1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে হামলা

২৩ ফেব্রুয়ারি ২০১২

পুরো ইরাক জুড়ে বৃহস্পতিবার বোমা হামলা হয়েছে৷ এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে৷ শিয়া প্রধান এলাকা ও নিরাপত্তা বাহিনী এসব হামলার লক্ষ্য ছিল৷

ছবি: AP

সবশেষ পরিস্থিতি

সকালের দিকে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে৷ রাজধানী বাগদাদ থেকে শুরু করে উত্তরের মোসুল, হিল্লা – এসব শহরে বোমা হামলা হয়েছে৷ এর মধ্যে শুধু বাগদাদেই প্রায় ১০টি বোমা বিস্ফোরিত হয়েছে৷ মূলত শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলাগুলো হয়েছে৷ পুলিশ চৌকি আর জনবহুল এলাকা ছিল হামলার লক্ষ্য৷ এই ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ বাগদাদের বাইরে ১২টিরও বেশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷ নিরাপত্তা কর্মীরাই ছিল এসব হামলার লক্ষ্য৷

ছবি: dapd

কারা দায়ী?

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজন্য আল কায়েদা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করছে৷ ইরাকের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল –এটা প্রমাণই এর উদ্দেশ্য বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এছাড়া হামলার ধরণ দেখে বোঝা যাচ্ছে, সুন্নিরা এ কাজ করে থাকতে পারে৷ কেননা শিয়াদের উপর গত কয়েকটি হামলার পেছনে ছিল সুন্নিরা৷ এছাড়া ইরাক থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর শিয়া-সুন্নি বিভেদ বেড়ে চলেছে৷ ফলে আজকের এই ঘটনার ফলে জাতিগত বিভেদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন৷

যেভাবে উত্তপ্ত পরিস্থিতি

গত ডিসেম্বরে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে৷ এসময় দেশটির শিয়া প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমির বিরুদ্ধে বিভিন্ন বোমা হামলার অভিযোগ আনেন৷ এবং এজন্য তাঁকে গ্রেফতারের আহ্বান জানান৷ এতে উত্তেজিত হয়ে ওঠে সুন্নিরা৷ পরবর্তীতে পরিস্থিতি খারাপ হতে থাকলে দুই দলের মধ্যে সমাধানের উদ্যোগ নেয়া হয়৷ কিন্তু মাত্র এক সপ্তাহ আগে একদল বিচারক আবারও সুন্নি ভাইস প্রেসিডেন্ট হাশেমির বিরুদ্ধে বোমা হামলার পরিকল্পনাকারীর অভিযোগ আনলে পরিস্থিতি আবারও খারাপ হয়ে যায়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ