1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাক যুদ্ধের গোপন মার্কিন দলিল ফাঁস

২৩ অক্টোবর ২০১০

ইরাক যুদ্ধের গোপন দলিল প্রকাশ করে আবারো আলোচনায় উইকিলিক্স৷ প্রকাশিত প্রায় চার লাখ গোপন দলিলে ইরাকে কারাবন্দিদের নির্যাতন, হত্যা, ধর্ষণসহ নানা বিষয়ের তথ্য বেরিয়ে এসেছে৷

এর আগে আফগান যুদ্ধের গোপন দলিল প্রকাশ করে আলোচনায় আসে উইকিলিক্সছবি: picture alliance/dpa

ইরাক যুদ্ধের গোপন দলিল

২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কালের ইরাক যুদ্ধের গোপন দলিল প্রকাশ করেছে উইকিলিক্স৷ এতে দেখা যাচ্ছে, ইরাকি পুলিশ এবং সেনাদের নানা অপকর্ম তদন্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে মার্কিন বাহিনী৷ এমনকি ইরাকি কর্তৃপক্ষও মার্কিন বাহিনীর নানা অভিযোগ খুব একটা আমলে নেয়নি৷ বরং ইরাকিরাই ইরাকিদের হত্যায় অবদান রেখেছে৷ শুধু তাই নয়, ইরাক যুদ্ধে ইরানের সম্পৃক্ততাও দেখা যাচ্ছে গোপন দলিলে৷ বিশেষ করে ইরাকি জঙ্গিদেরকে পরোক্ষ মদদ দিয়েছে ইরান, অভিযোগ এমনটাই৷

এছাড়া মার্কিন বাহিনীর অপকর্মের কিছু তথ্যও প্রকাশ পেয়েছে এই দলিলে৷ যেমন, ২০০৭ সালে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের হামলায় প্রাণ হারায় দুই জঙ্গি৷ গোপন দলিলে দেখা যাচ্ছে, এরা আত্মসমর্পণ করতে চেয়েছিল৷ কিন্তু উড়োজাহাজের কাছে আত্মসমর্পণ সম্ভব নয়, তাই তাদেরকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানানো সঠিক সিদ্ধান্ত বলে মত দিয়েছেন, সামরিক আইনজীবী৷

ইরান প্রসঙ্গ

২০০৯ সালে ইরাকের সীমান্ত থেকে অপহরণ করা হয়েছিল তিন মার্কিন পর্যটককে৷ এদের মধ্যে একজন সারা শুর্দ ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন কিন্তু বাকিরা এখনো কারাবন্দি৷ মার্কিন গোপন দলিলে বলা হয়েছে, তাদেরকে ইরাক সীমান্তের মধ্য থেকে ধরে নিয়ে যাওয়া হয়৷ সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে এসব তথ্য৷

পেন্টাগনের মন্তব্য

এই গোপন দলিল প্রকাশ হওয়ায় মার্কিন বাহিনী, মার্কিন সহযোগী এবং অনেক ইরাকি কিংবা আফগান - যারা মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছে তাদের জীবন হুমকির মুখে পড়বে৷ এমনটাই মত পেন্টাগন মুখপাত্র মেজর ক্রিস পেরিন-এর৷ তিনি উইকিলিক্সকে এসব চুরি করা নথিপত্র ফেরত দেবার এবং যত দ্রুত সম্ভব ওয়েবসাইট থেকে মুছে ফেলার আহ্বান জানান৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ