1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাক যুদ্ধ শেষ, নজর এখন আফগান যুদ্ধের দিকে

৪ সেপ্টেম্বর ২০১০

ইরাক যুদ্ধ শেষের পর এবার মার্কিন বাহিনীর পুরো নজর আফগান যুদ্ধের দিকে৷ তবে ইতিমধ্যে সেখানে সন্ত্রাসী হামলা বেশ বেড়ে গেছে৷ এদিকে এ মাসেই আফগানিস্তানে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে৷

ছবি: AP

এক হিসেবে দেখা গেছে, আফগান যুদ্ধ শুরু হওয়ার পর এখনই এ ধরণের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি৷ এসব হামলায় সাধারণ নাগরিকই মরছে বেশি৷ আর সরকারি নিরাপত্তা কর্মী ও বিদেশী সৈন্যরা তো রয়েছেই৷ জাতিসংঘের এক হিসেব বলছে, গত বছরের প্রথম ছয় মাসে যত সাধারণ নাগরিক মারা গিয়েছিল এবার তার চেয়েও ৩১ শতাংশ লোক বেশি মারা গেছে৷ সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানে৷ কারণ ঐসব জায়গা তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত৷ এদিকে আগামী ১৮ তারিখ আফগানিস্তানে সংসদ নির্বাচন হওয়ার কথা৷ তাই স্বাভাবিকভাবেই সব প্রার্থীরা এখন ব্যস্ত প্রচারণায়৷ কিন্তু তাঁরাও শিকার হচ্ছেন হামলার৷ এখন পর্যন্ত কমপক্ষে চার প্রার্থীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ আর আহত হয়েছে বেশ কিছু কর্মী৷

আফগানিস্তানে এখন চলছে ভোটের হাওয়াছবি: AP

পরিস্থিতি এমনই খারাপ যে, স্বয়ং নির্বাচন কমিশনই বলছে নিরাপত্তার কারণে দেশটির প্রায় সাত হাজার ভোটকেন্দ্রের মধ্যে এক হাজার কেন্দ্র খোলাই যাবেনা৷ গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে তালেবান ১৩০টিরও বেশি হামলা চালিয়েছিল৷ অর্থাৎ এবারও নির্বাচন বানচাল করতে চাইছে জঙ্গিরা৷ তারা চায় মানুষ ভয়ে যেন ভোট দিতে না যায়৷ উল্লেখ্য, এবারের নির্বাচনটি হচ্ছে সংসদ নির্বাচন৷ আসন মোট ২৪৯টি৷ ২০০১ সালে তালেবান উৎখাত হওয়ার পর থেকে এটা দ্বিতীয় সংসদ নির্বাচন৷ আর এই নির্বাচনের সফলতার উপর নির্ভর করছে দেশটির স্থিতিশীলতা৷ এছাড়া প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারের ওপর জনগণের বিশ্বাস কেমন সেটাও যাচাই হয়ে যাবে এই নির্বাচনে৷

তবে ইরাক যুদ্ধ শেষের পর যুক্তরাষ্ট্রের নজর এখন আফগানিস্তানের দিকে৷ এই মঙ্গলবারে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ন্যাটোর মহাসচিব আন্ডের্স ফগ রাসমুসেন৷ আর ডিসেম্বরে আফগানিস্তানে যুদ্ধকৌশল নিয়ে ওয়াশিংটনে একটি পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে৷ এর আগে গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস কান্দাহারে মার্কিন সেনাদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন৷ এছাড়া তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই একটি কাউন্সিল গঠন করেছেন বলে খবর পাওয়া গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ