মঙ্গলবার ইসরায়েলে প্রায় ২০০টি মিসাইল ছুঁড়েছে ইরান। যার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরো চড়েছে।
বিজ্ঞাপন
গাজার পর এবার লেবাননে লাগাতার আক্রমণে নেমেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের সেনা। এই পরিস্থিতিতে মঙ্গলবার ইসরায়েল লক্ষ্য করে প্রায় ২০০টি মিসাইল নিক্ষেপ করেছে ইরান। রাজধানী তেল আভিভ-সহ সর্বত্র এই আক্রমণ চালানো হয়েছে। যার জেরে দ্রুত দেশের মানুষকে নিরাপদ বাঙ্কারে পাঠাতে বাধ্য হয় ইসরায়েলের প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলের আকাশ সীমা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি দেশের সংবাদমাধ্যমকে বলেছেন, জাতিসংঘের সনদের ৫১ নম্বর ধারায় আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে। সেই ধারা মেনেই ইসরায়েলে আক্রমণ চালানো হয়েছে। কারণ ইসরায়েল গাজা এবং লেবাননে 'গণহত্যা' চালাচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলেও এই পোস্ট করেছেন তিনি। আব্বাস আরাঘচি সেখানে আরো লিখেছেন যে, এর আগে ইরানের ভিতরেও হত্যালীলা চালিয়েছে ইসরায়েল। সে কারণেই আত্মরক্ষার তাগিদে ইরান এই পদক্ষেপ নিয়েছে। বস্তুত, লেবাননে হিজবুল্লা গোষ্ঠী ইরানের মদতপুষ্ট, এই অভিযোগ দীর্ঘদিনের। ইরানও একথা অস্বীকার করে না।
নেতানিয়াহুর বক্তব্য
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। প্রথমত, ইরান যাকে 'গণহত্যা' বলে ব্যাখ্যা করেছে, ইসরায়েল তা গণহত্যা বলে মানতে নারাজ। তাদের বক্তব্য, বেছে বেছে গাজা বা লেবাননে বেসামরিক মানুষের উপর তারা আক্রমণ শানায়নি। কেবলমাত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলির উপর আক্রমণ চালানো হয়েছে।
গাজার বাস্তুচ্যুতদের কবরস্থানে আশ্রয়
জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনী৷ বাধ্য হয়ে কবরস্থানে আশ্রয় নিচ্ছেন তাদের অনেকেই৷
ছবি: Hatem Khaled/REUTERS
নিহত ৪০ হাজারের বেশি
জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷ এই যুদ্ধে হাজার হাজার মানুষ ভিটেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন৷
ছবি: Mohammed Salem/REUTERS
আশ্রয় কবরস্থানে
ইসরায়েলের হামলায় বাড়ি-ঘর হারিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনী৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা এই মানুষগুলোর অনেকেই গাজার একটি কবরস্থানে আশ্রয় নিয়েছেন৷
ছবি: Hatem Khaled/REUTERS
অস্থায়ী তাঁবু
গাজার এই কবরস্থানটিতে তাঁবু গেড়ে আশ্রয় নিতে দেখা গেছে ফিলিস্তিনীদেরকে৷ বার্তা সংস্থা রংটার্স জানিয়েছে এমন তথ্য৷ তবে এই কবরস্থানটিতে ঠিক কতজন আশ্রয় নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷
ছবি: Hatem Khaled/REUTERS
উদ্বেগ-উৎকণ্ঠা
পলিথিন দিয়ে মোড়ানো এই তাঁবুতে একটি শিশুকে নিয়ে বসে আছেন এক নারী৷ খাবারের অভাব, চিকিৎসার সংকট, নেই সুপেয় পানি৷ সব মিলিয়ে এক অনিশ্চিত যাত্রা তাদের৷
ছবি: Hatem Khaled/REUTERS
খাবার পানির সন্ধান?
ছোট ছোট তাঁবু গেড়ে এভাবেই কবরস্থানটিতে আশ্রয় নিয়েছেন ভিটেহারা অনেকে৷ ছবিতে দেখা যাচ্ছে, সেখানে অবস্থান নেওয়া এক নারী হাতে কয়েকটি প্লাস্টিকের বোতল নিয়ে এগিয়ে যাচ্ছেন৷ হয়ত খাবার পানি সংগ্রহের চেষ্টা করছেন তিনি৷
ছবি: Hatem Khaled/REUTERS
5 ছবি1 | 5
মঙ্গলবার ইরানের আক্রমণের প্রেক্ষিতে নেতানিয়াহু বলেছেন, ইরানকে যথা সময়ে এর উত্তর দেওয়া হবে। ইরানের মনে রাখা উচিত, ইসরায়েলকে একবার কেউ আক্রমণ করলে ইসরায়েল তাকে ছেড়ে দেয় না। যথাসময়ে ইরানকে এই আক্রমণের দাম চোকাতে হবে।
বাইডেন ও হ্যারিসের বক্তব্য
এদিন ইসরায়েলে ইরান আক্রমণ চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অ্যামেরিকা ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে। কীভাবে এই আক্রমণের জবাব দেওয়া যায়, তা নিয়ে কথা হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্য়াট প্রার্থী। তিনি বলেছেন, 'মধ্যপ্রাচ্যে ইরান একটি ভয়ংকর এবং অস্থির শক্তি। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত।' বস্তুত, বাইডেন বলেছেন, ইসরায়েল লক্ষ্য করে ইরান ফের মিসাইল ছুঁড়লে অ্যামেরিকা তা ধ্বংস করতে সাহায্য করবে ইসরায়েলকে।
ইসরায়েলের আক্রমণে হেজবোল্লা কমান্ডার নিহত
ইসরায়েলের আক্রমণে হেজবোল্লা কমান্ডার নিহত হয়েছে৷ দক্ষিণ লেবাননে তার গাড়িতে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। অন্য়দিকে একটি মলে এক ইসরায়েলির উপর ছুঁরি নিয়ে আক্রমণ হয়েছে।
ছবি: Ayal Margolin/REUTERS
হেজবোল্লার বয়ান
বুধবার হেজবোল্লার তরফে জানানো হয়েছে, তাদের এক উচ্চপদস্থ নেতাকে হত্য়া করা হয়েছে। এদিকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইসরায়েল আবার আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় চারজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গেছে।
ছবি: Ayal Margolin/REUTERS
ইসরায়েলের বক্তব্য়
ইসরায়েলের তরফে জানানো হয়েছে, তারা হেজবোল্লার উচ্চপদস্থ নেতা মোহাম্মেদ নামেহ নাসেরকে হত্য়া করেছে। অভিযোগ, হেজবোল্লাহের জঙ্গি সংগঠন আজিজের কমান্ডার ছিলেন তিনি। তার নেতৃত্বেই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছিল।
ছবি: Ayal Margolin/REUTERS
হেজবোল্লার পাল্টা
হেজবোল্লা জানিয়েছে, তাদের কম্য়ান্ডারকে ইসরায়েল হত্য়া করার পর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের দুইটি এলাকায় ১০০টি কাটিয়ুশা রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে তারা।
ছবি: RABIH DAHER/AFP/Getty Images
ফালাক রকেট
ইসরায়েলকে লক্ষ্য করে হেজবোল্লা ফালাক রকেট ছুঁড়েছে বলেও অভিযোগ উঠেছে। অতি শক্তিশালী এই রকেট ইসরায়েল ডিফেন্স ফোর্সের ৭৬৯ ব্রিগেডের ঘাঁটি লক্ষ্য় করে ছোঁড়া হয়েছে বলে অভিযোগ।
ছবি: Ayal Margolin/Xinhua/picture alliance
হামাসের প্রস্তাব
পণবন্দিদের নিয়ে হামাস একটি প্রস্তাব দিয়েছে বলে ইসরায়েলের তরফে জানানো হয়েছে। মোসাদকে উদ্ধৃত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর হামাস যাদের পণবন্দি করেছিল, তাদের ছাড়ার বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে। ইসরায়েল তা খতিয়ে দেখছে।
ছবি: Ramiz Dallah/Anadolu/picture alliance
ওয়েস্ট ব্য়াংকের ঘটনা
জর্ডনের দিকে থাকা ওয়েস্ট ব্য়াংকের ১২ দশমিক সাত স্কোয়্য়ার কিলোমিটার এলাকা ইসরায়েল দখল করেছে বলে অভিযোগ। ওই অঞ্চলে তারা হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। যাতে অন্তত চারজনের মৃত্য়ু হয়েছে।
ছবি: Ahmed Ibrahim/APA/ZUMA/picture alliance
মলে হামলা
উত্তর ইসরায়েলের একটি মলে এক ব্য়ক্তি ছুঁরি নিয়ে দুই ইসরায়েলির উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় একজন নিহত হয়েছেন। অন্য়জনের আঘাত গুরুতর। আক্রমণকারীকে পুলিশ হত্য়া করেছে।
ছবি: Avi Ohayon/REUTERS
7 ছবি1 | 7
দক্ষিণ বৈরুতে ইসরায়েলের অভিযান
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের অভিযান অব্যাহত। মঙ্গলবার ইসরায়েলের সেনা ফের দক্ষিণ বৈরুতের বেসামরিক মানুষকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে, ওই অঞ্চলে হিজবুল্লার পরিকাঠামো আছে। ফলে সেনা সেখানে অভিযান চালাবে। লাগাতার সেখানে বোমাবর্ষণ করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৫৬।
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন
জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন দুই মঞ্চই উত্তেজনা প্রশমনের কথা বলেছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, 'মধ্যপ্রাচ্যে একের পর এক আক্রমণ হয়ে চলেছে। আমি এর তীব্র নিন্দা করি। এই আক্রমণ প্রতি আক্রমণ এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত। দ্রুত সংঘর্ষ বিরতি প্রয়োজন।'
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান জসেপ বরেল এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ইসরায়েলে ইরানের আক্রমণের তীব্র নিন্দা করছি।' তিনি বলেছেন, যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে মধ্যপ্রাচ্যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। সবপক্ষের কাছে শান্ত হওয়ার আবেদন জানাচ্ছি।