1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানকে কাতার বিশ্বকাপ থেকে বহিস্কারের দাবি

২ এপ্রিল ২০২২

নারীদের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে না দেওয়ায় ইরানকে বিশ্বকাপ ফুটবল ২০২২-এ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা৷

Iran | Stadionverbot für Frauen
নারীদেরকে স্টেডিয়ামে ঢুকতে বাধা দেয় ইরানের পুলিশ৷ ছবি: Mohadese Zare/Isna

গত বুধবার অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় লেবাননের মুখোমুখি হয় ইরান৷

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশাদে অনুষ্ঠিত এ ম্যাচে মোট ১২ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছিল৷ এর মধ্যে দুই হাজার ছিলেন নারী৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ম্যাচ দেখতে চাওয়া এসকল নারীদেরকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি৷ নিজের দেশে অনুষ্ঠিত এ ম্যাচে লেবানকে ২-০ গোলে হারায় ইরান৷

মানবাধিকার কর্মীদের দাবি, টিকেট কেটে নারীরা ফুটবল ম্যচটি দেখতে গেলে পুলিশ তাদের বাধা দেয়৷ এসময় তাদের বিরুদ্ধে পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ৷ তাছাড়া স্টেডিয়ামের বাইরে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ আয়োজনেও বাধা দেয় পুলিশ৷  

‘ইউনাইটেড ফর নাভিদ' নামে বিদেশে অবস্থানরত ইরানের অ্যাথলেটস ও অ্যাকটিভিস্টদের একটি দল নারীদের প্রতি এমন বৈষম্যমুলক আচরণ বন্ধ না করা পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে ইরানকে নিষিদ্ধ করার দাবি জানায়৷ ফিফার ডেপুটি সেক্রেটারির কাছে লেখা এক চিঠিতে সংগঠনটি জানায়, ২০২২ ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে বহিস্কারের জন্য আমরা আনুষ্ঠানিক দাবি জানাই৷

ইসালিমক রিপাবরিক অব ইরানে নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হন বলে অভিযোগ রয়েছে৷ বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে৷

তবে ফিফাকে দেওয়া এক চিঠিতে ক্রীড়াক্ষেত্রে নারীদের সাথে বৈষম্য হয় এমনসব নীতি বাদ দেবে বলে জানিয়েছিল ইরান৷ কিন্তু গত বুধবারের ঘটনার পর দেখা যাচ্ছে নারীদের প্রতি বিষম্যমূলক নীতি পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি দেশটি৷

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে জরুরি ভিত্তিতে নারীদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা বাতিলে জন্য ইরানের প্রতি দাবি জানানোর আহ্বান জানায়৷

আরআর/এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ