1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে বলল ইইউ

৫ ফেব্রুয়ারি ২০১৯

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে অনাকাঙ্খিত আচরণ বন্ধ করতে বলেছে ইইউ৷ তবে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন' বলেছে তেহরান৷

Iran Graffiti von Ruhollah Khomeini in Teheran
ছবি: picture-alliance/NurPhoto/D. Zarzycka

ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য

ইরানের ব্যালাস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন ইরানের প্রতি আর কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার আহ্বান জানিয়েছে৷ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশের লঙ্ঘন হবে বলেও উল্লেখ করেছে তারা৷ ইরানের সামরিক কর্মকাণ্ড এবং সিরিয়ায় তাদের সেনা উপস্থিতি নিয়ে ব্রাসেলসের গভীর উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে ইইউ৷

ইরানের প্রতিক্রিয়া

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন৷ ইউরোপে সন্ত্রাসী এবং অপরাধ গ্রুপগুলো অবাধে বিচরণ করছে বলে দাবি করা হয় ঐ বিবৃতিতে৷ এতে আরো বলা হয়েছে, এই ধরনের অভিযোগের মাধ্যমে ইরানের বিরোধী দলগুলোকে উস্কে দেয়া হচ্ছে৷

যুক্তরাষ্ট্রের চাপ

 ওয়াশিংটন এরই মধ্যে ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোকে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে৷ গত মাসে জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল বলেছিলেন, ইরানের মাহান বিমান ঘাঁটি বন্ধে যুক্তরাষ্ট্র জার্মানিকে প্ররোচিত করেছিল, যদিও জার্মান সরকার যুক্তরাষ্ট্রের এমন কোনো চাপ থাকার কথা অস্বীকার করেছে৷

ইরান নতুন একটি ক্রুজ মিসাইল উন্মোচন করার পরই ইউরোপীয় ইউনিয়ন এই উদ্বেগ প্রকাশ করেছে৷ তেহরানের দাবি, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘের নির্দেশের লঙ্ঘন হবে না৷ কেননা, ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহন করছে না৷

ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, ফ্রান্স, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসে ইরানের যেসব বিদ্রোহী রয়েছে, তাদের গুপ্তহত্যার পরিকল্পনায় যুক্ত রয়েছে তেহরান৷ এ কারণে ইইউ ইরানের গোয়েন্দা এবং নিরাপত্তা বিভাগের উপর জানুয়ারি থেকে অবরোধ জারি করেছে৷

এপিবি/এসিবি (এফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ