1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘ

২৮ সেপ্টেম্বর ২০১২

কার্টুন চরিত্র উঠে এলো৷ যেখানে সেখানে নয়, জাতিসংঘের সাধারণ সম্মেলনে! ইরানের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করতে গিয়ে এমন কাণ্ডই ঘটিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু৷

NEW YORK, NY - SEPTEMBER 27: Benjamin Netanyahu, Prime Minister of Israel, draws a red line on a graphic of a bomb while discussing Iran during an address to the United Nations General Assembly on September 27, 2012 in New York City. The 67th annual event gathers more than 100 heads of state and government for high level meetings on nuclear safety, regional conflicts, health and nutrition and environment issues. (Photo by Mario Tama/Getty Images)
Benjamin Netanjahu UN Vollversammlungছবি: Getty Images

শুরুটা করেছিলেন বারাক ওবামা৷ জাতিসংঘের সাধারণ সম্মেলনে নিজের ভাষণের এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরান যাতে আনবিক অস্ত্র তৈরি করতে না পারে সে ব্যবস্থা করতে যত কঠোরই হতে হয়, হবেন তিনি৷ তাঁর এ হুমকির জবাবটা খুব আক্রমনাত্মক ভাষাতেই দিযেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ৷ তবে কথার ঝাঁঝ আর নাটকীয়তায় দুজনকেই ছাড়িয়ে গেলেন বেনইয়ামিন নেতানিয়াহু৷ বৃহস্পতিবার ভাষণ দিতে গিয়ে ইসরায়েলের প্রধামমন্ত্রী লাল মার্কার পেনকে ব্যবহার করেছেন তুলির মতো৷ এঁকেছেন বোমার ছবি৷ প্রচার মাধ্যম বলছে সে ছবি নাকি ওয়ার্নার ব্রাদার্সের রেডরানার কার্টুনের কথা মনে করিয়ে দেয়৷

হুমকির জবাবটা খুব আক্রমনাত্মক ভাষাতেই দিযেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদছবি: Reuters

ইসরায়েলের প্রচারমাধ্যমের একাংশ এর মাঝেই দেখছে নেতানিয়াহুর কারিশমা৷ তাচ্ছিল্যভরে গুরুতর একটি বিষয় সবার সামনে তুলে ধরার দক্ষতা৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী বোমা এঁকে, লাল একটা রেখা টেনে বোঝাতে চেয়েছেন ইরান দিন দিন শান্তিপ্রিয় মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠছে৷ শিগগিরই দেশটিকে রুখতে হবে৷ অর্থাৎ উপসাগরীয় অঞ্চলের দেশটি যাতে কোনোভাবই আনবিক অস্ত্র তৈরি করতে না পারে৷ নেতানিয়াহু বলেছেন, ইরান ইউরেনিয়ামে পর্যাপ্ত সমৃদ্ধি অর্জনের পথে ৭০ ভাগ এগিয়ে গেছে৷ ৯০ ভাগ পর্যন্ত যাওয়া মাত্রই তাদের থামাতে হবে, না থামালে সমূহ বিপদের আশঙ্কা৷ ইরানকে আল-কায়েদার সঙ্গে তুলনা করে নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের আনবিক বোমা থাকা আর আল কায়েদার কাছে থাকা একই কথা৷'

এদিকে প্রত্যাশিতভাবেই নেতানিয়াহুর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান৷ সে দেশের জাতিসংঘ দূত ইসরায়েলকেই উল্টো সন্ত্রাসবাদী রাষ্ট্রের আখ্যা দিয়েছেন৷ ইরান খুব শিগগিরই আনবিক বোমা তৈরি করে ফেলবে - নেতানিয়াহুর এ আশঙ্কাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি৷ ইসরায়েল সম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘রাষ্ট্রটির প্রতিষ্ঠার ভিত্তিই সন্ত্রাসবাদ৷ বিশ্বে সন্ত্রাসবাদী রাষ্ট্রের ধারণার জন্মদাতাই ওরা৷’’ ইউরেনিয়ামের ব্যাপারে ইরানের দেয়া তথ্য খুবই নিরাপদ৷ দেশটি বলে আসছে চিকিৎসা বিষয়ক গবেষণার জন্য যে মানের ইউরেনিয়াম তার চেয়ে বেশি কিছু তাঁদের দরকার নেই, সেদিকে তাঁরা এগোচ্ছেওনা৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ