1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানকে ‘বার্তা' দিতে মার্কিন রণতরী

৬ মে ২০১৯

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও বোম্বার টাস্কফোর্স মোতায়েনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস৷ বলা হচ্ছে, এর লক্ষ্য ইরানকে এই বার্তা দেয়া যে, নিজেদের স্বার্থ রক্ষায় যে-কোনো কিছু করতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

Abraham Lincoln Flugzeugträger USA
ছবি: AP

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে৷ এর মধ্যেই এলো মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের এ ঘোষণা৷

গত বছর ইরানের সঙ্গে পশ্চিমা পরাশক্তিগুলোর পরমাণু চুক্তি থেকে একতরফা যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করার পর থেকে দেশটির ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

সম্প্রতি ইরানের রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম অন্য কোনো দেশের সরকারি সংস্থাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়া হলো৷

‘স্পষ্ট ও সন্দেহাতীত' বার্তা

বোল্টন জানিয়েছেন, ‘বেশ কিছু ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতির' পরিপ্রেক্ষিতে ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ও একটি বোম্বার টাস্ক ফোর্স মোতায়েন করা হয়েছে৷

অ্যামেরিকার মৃত্যু কামনা করলেন ইরানের সাংসদরা

00:50

This browser does not support the video element.

মধ্যপ্রাচ্যে সেন্ট্রাল কমান্ড এরিয়ার দিকে এরই মধ্যে রওয়ানা হয়েছে ইউএসএস লিংকন৷ লোহিত সাগর, আরব সাগর বা  পারস্য উপসাগরে অবস্থান করতে পারে এটি৷ এই মুহূর্তে অঞ্চলটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো যুদ্ধজাহাজ অবস্থান করছে না৷

রণতরী মোতায়েনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি৷ তবে মার্কিন স্বার্থ রক্ষায় ‘সর্বশক্তির নির্মম' প্রয়োগ করতেও পিছপা হবে না যুক্তরাষ্ট্র, একথা স্পষ্ট জানিয়েছেন বোল্টন৷

তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না৷ কিন্তু যে-কোনো হামলা মোকাবিলায় আমরা প্রস্তুত থাকতে চাই, সেটা ছায়া যুদ্ধই হোক, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বা ইরানের নিয়মিত সেনাবাহিনীই হোক৷''

রণতরী ঠিক কখন থেকে মোতায়েন থাকবে, সে বিষয়েও সুনির্দিষ্ট কিছু জানায়নি হোয়াইট হাউস৷

একটি যুদ্ধ-মহড়ায় অংশ নেয়ার জন্য এই মার্কিন রণতরী গত এপ্রিল থেকেই ইউরোপে ছিল৷

এডিকে/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ