1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানকে সঙ্গে নিয়ে লড়ছে ইরাক

৪ মার্চ ২০১৫

টিকরিট ফিরে পাওয়ার জন্য ব্যাপক অভিযানে নেমেছে ইরাকের বাহিনী৷ আইএস-এর উত্থানের পর থেকে সবচেয়ে বড় এ অভিযানে প্রতিবেশী দেশ ইরানও আছে সঙ্গে৷ যুক্তরাষ্ট্রের ধারণা, ইরান পাশে দাঁড়ানোর ফল ইতিবাচকই হবে৷

Irak Tikrit Offensive gegen IS
ছবি: Reuters/T. Al-Sudani

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা জেনারেল ডেম্পসি বলেছেন, টিকরিট থেকে আইএস-কে বিতাড়িত করার যুদ্ধে ইরাকের বাহিনীর সঙ্গে ইরানের সেনাদের যোগ দেয়ার ফল ভালো হবে বলেই তিনি মনে করেন৷ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেনেটে তিনি এ কথা বলেন৷ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা – জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্টিন ডেম্পসে বলেন, ইরাকের শিয়া আধা সামরিক বাহিনীকে সহায়তা করতে ইরানের এগিয়ে আসা নতুন কিছু নয়৷ ২০০৪ সাল থেকে এই ধারা চলছে বলেও উল্লেখ করেন তিনি৷

তাঁর মতে, আগে কখনো ইরান এতটা প্রকাশ্যে ইরাকের সহায়তায় এগিয়ে আসেনি ইরান৷ ইরানের এমন প্রকাশ্যে সুন্নিদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে যুদ্ধে নামাকে বর্তমান প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে করেন জেনারেল মার্টিন ডেম্পসে৷

গত বছরের জুন মাস থেকে টিকরিট আইএস-এর দখলে৷ রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার উত্তরের সুন্নি অধ্যুষিত এ শহরেরই জন্মেছিলেন সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন৷ এ শহরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য শিয়া আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে সব চেয়ে বড় অভিযান শুরু করেছে ইরাকের বাহিনী৷ কিন্তু ৩০ হাজার সৈন্য নিয়ে অভিযান শুরু করলেও দ্রুত অগ্রগতি হচ্ছে না৷ আইএস-এর পেতে রাখা বোমার কারণে মন্থর গতিতে এগোতে হচ্ছে তাদের৷

ইরাকি বাহিনীর এই টিকরিট অভিযানকে মোসুল ফিরে পাওয়ার পথে প্রথম পদক্ষেপ বলেও ধারণা করা হচ্ছে৷ গত বছর মোসুল দখল করেই ইরাকে নিজেদের জোরালো উপস্থিতির ঘোষণা দিয়েছিল আইএস৷ এরপর ধীরে ধীরে দেশের বেশ বড় একটি অংশ দখল করে নেয় ইসলামি জঙ্গি সংগঠনটি৷

এসিবি/ডিজি (এপি, এএফি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ