ইরানে দিন দিন বাড়ছে বন্ধ্যাত্ব৷ নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব বাড়ছে বেশি৷ অথচ চিকিৎসা নিতে গিয়ে সামাজিক কুসংস্কার ও ধর্মান্ধতার বেড়াজালে পিছপা হচ্ছেন অনেকে৷
বিজ্ঞাপন
মোহাম্মদ এবং তার স্ত্রী বেশ কয়েক বছর ধরে দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন৷ অবশেষে তারা তেহরানের এক ফার্টিলিটি ক্লিনিকে গেলেন৷ সিদ্ধান্ত নিলেন ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ এর৷ ৪৫ বছরের মোহাম্মদ বললেন, ‘‘কিছু মানুষ এটা মানতেই পারে না যে তাদের স্ত্রী অন্য কারো শুক্রানু দেহে বহন করবে, কেননা, তারা মনে করে, যে সন্তানটি জন্ম নেবে সে তার বংশধর হবে না, কারণ তার দেহে রক্ত ও জিন অন্য মানুষের৷''
কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে ডাক্তার তার শুক্রানুই ব্যবহার করেছে৷ তবে তার পরিবার একথা বিশ্বাস না-ও করতে পারে, কেননা, তার এক চাচাতো ভাইয়ের ক্ষেত্রে এমনটা হয়েছিল৷ আইভিএফ এর মাধ্যমে জন্ম হয়েছিল তার৷ কিন্তু সে যখন বড় হয়ে উঠতে থাকল, তার প্রতি পরিবারের সবার দৃষ্টিভঙ্গি বদলে গেল৷
মোহাম্মদ বললেন, এ কারণে অনেকেই বন্ধ্যাত্ব সত্ত্বেও এ পথে হাঁটতে চায় না, কেননা তারা ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন থাকে৷ ইরানে আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রতি মানুষের প্রচুর আস্থা৷ এছাড়া সেখানে এমন কিছু চিকিৎসা পদ্ধতি আছে যা মধ্যপ্রাচ্যের আর কোথাও নেই৷ কিন্তু প্রজনন চিকিৎসা এখনো সংবেদনশীল ইস্যু৷
যেসব খাবার যৌনশক্তি বাড়ায়
সুখি দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া যতটা প্রয়োজন, সুস্থ যৌনজীবনও কিন্তু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়৷ তাই জেনে নিন যৌনস্বাস্থের জন্য উপকারী কিছু খাবারের কথা৷
ছবি: Gina Sanders - Fotolia.com
উপকারী লাল মাংস
না লাল মাংস শুধু ক্যানসারের ঝুঁকি বাড়ায়, এমন নয়৷ প্রতি সপ্তাহে এক বা দু’বার লাল মাংস খাওয়া আপনার যৌনজীবনের জন্যও উপকারী৷ ইটালিয়ান গবেষকদের এক সমীক্ষা থেকে জানা গেছে এই তথ্য৷
ছবি: unpict - Fotolia.com
দুধের তৈরি খাবার খান
দুধের তৈরি খাবারে থাকে প্রচুর ভিটামিন ডি, যা এক ধরনের যৌন হরমোনের উৎপাদন বাড়াতে সহায়তা করে৷
সহজলভ্য কলা
কলা আমাদের অতি পরিচিত ফল, যা সারা বছর পাওয়া যায়৷ এই কলায় রয়েছে ব্রোমেলিয়ান যা যৌন সম্ভোগের ইচ্ছা বাড়ায়৷
ছবি: Fotolia/Topnat
ডুমুর ফলও ফেলনা নয়
ক্ষুদ্র ক্ষুদ্র দানা বিশিষ্ট ডুমুর ফলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা পুরুষদের যৌনমিলনের সময়টুকুকে আরো দীর্ঘায়িত করতে সাহায্য করে৷ এই ফল তাজা বা শুকনো – দু’ভাবেই খাওয়া যেতে পারে৷
ছবি: Colourbox/N. Evmenenko
রসালো ফল স্ট্রবেরি
স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নারী এবং পুরষের যৌনশক্তি বাড়াতে যেমন সহায়ক, তেমনি শরীরের ওজন কমাতেও ভূমিকা রাখে৷ জার্মান পুষ্টিবিদ হান্স ডিটার শাউপ তাই ওজন কমানোর জন্য স্ট্রবেরি খাওয়ার পরামর্শ দিয়েছেন৷
প্রাকৃতিক ভায়াগ্রা তরমুজ
তরমুজে থাকা সিট্রুলিন ধমনীকে স্বচ্ছন্দে বা শান্ত রেখে যৌনজীবনকে সুখকর করতে বিশেষ ভূমিকা রাখে৷ অ্যামেরিকার টেক্সাস রাজ্যের এ অ্যান্ড এম ইউনিভার্সিটিসহ কয়েকটি সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে যে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে৷
ছবি: Getty Images
অ্যাভোকাডো খেতে পারেন
অতি সুস্বাদু এই ফলটিতে রয়েছে প্রচুর পটাশিয়াম এবং ভিটামিন বি-৬, যা নারী পুরুষ উভয়েরই যৌনশক্তি বাড়াতে ভূমিকা রাখে৷ তবে আমাদের অঞ্চলে ফলটি তেমন সহজলভ্য নয়৷
ছবি: imago/Plusphoto
কামশক্তি বাড়ায় আদা
আদার নানা গুণের কথা আমাদের কারো আর অজানা নয়৷ সর্দি, কাশি, ঠান্ডায় আমরা আদা ব্যবহার করি৷ তবে এবার ইটালিয়ান গবেষকদের করা সমীক্ষা থেকে জানা গেছে যে, আদা শরীরের রক্ত চলাচলকে সহজ করে কামশক্তি বাড়াতে সাহায্য করে৷
ছবি: picture-alliance/H. Hollemann
নারীদের জন্য উপকারী কাঠবাদাম
কাঠবাদামে রয়েছে প্রচুর ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ‘ই’, যা যৌনমিলনের উত্তেজনা জাগায়, বিশেষ করে নারীদের৷
ছবি: margo555/Fotolia
সুগন্ধী এলাচ
পোলাও, কোর্মা, মাংস, রোস্ট, কাবাব, মিষ্টি পায়েস বা সেমাই, জর্দায় সুগন্ধীয় এলাচ ছাড়া রান্নার কথা বাঙালিরা ভাবতেই পারে না! আর মশলা চা? তাতেও যে চাই এলাচ৷ কিন্তু এলাচ যে পুরুষের যৌনশক্তি বাড়াতে প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে, সেকথা হয়ত জানা নেই অনেকেরই৷ হ্যাঁ, এই তথ্যই দিয়েছেন ইটালিয়ান গবেষকরা৷
ছবি: Colourbox
ফিট থাকতে হবে
শুধু বিশেষ কিছু খাবার খেয়ে যৌনশক্তি বাড়িয়ে যৌনজীবনকে পুরোপুরি আনন্দময় করা যাবে, এমনটা ভাবা অবশ্য ঠিক নয়৷ এর জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি৷ সঙ্গে চাই ইতিবাচক চিন্তা, নিয়মিত ব্যায়াম, স্ট্রেস ফ্রি জীবনযাত্রা, বিভিন্ন ভিটামিন যুক্ত খাবার এবং সর্বোপরী সুখী পরিবার৷ কেবলমাত্র তবেই যৌনজীবন পুরোপুরি উপভোগ করা সম্ভব!
ছবি: Gina Sanders - Fotolia.com
11 ছবি1 | 11
সামাজিক কুসংস্কার, সেই সাথে ধর্মীয় নেতাদের সঙ্গে এ বিষয়গুলোতে কথা বলে সিদ্ধান্ত নেয়ার রীতি এখনো প্রচলিত সেখানে৷ সেই ধর্মীয় নেতারা মনে করেন, অন্য পুরুষের শুক্রানু নারী দেহে প্রবেশ করানো অবৈধ ও অনৈতিক, কেননা, সেটা তার স্বামীর শুক্রানু নয়৷ অথচ অন্য মেয়ের ডিম্বানু ব্যবহার এর চেয়ে কম সমালোচিত৷ অবশ্য এ জন্য ক্ষণস্থায়ী বিবাহের নির্দেশ দিয়ে থাকেন কোনো কোনো ধর্মীয় নেতা৷ নারী দেহে অস্ত্রোপচারের পর সেই বিয়ে বিচ্ছেদে পরিণত হয়৷ কিছু কিছু ইমাম বলে থাকেন, একটি ডিম্বানু যখন ল্যাবে থাকে এবং অন্য একটি শুক্রানুর সঙ্গে নিষিক্ত করে জরায়ুতে প্রবেশ করানো হয়, সেটাতে কোন বাধা নেই৷
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২০১২ সালে ইরানে শতকরা ২০ ভাগ দম্পতি চেষ্টা করেও সন্তান নিতে পারেননি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পুরো বিশ্বে বন্ধ্যাত্বের হার ৫ থেকে ৮ শতাংশ৷ ইরানে বর্তমানে ৩০ লাখ দম্পতি প্রজননে ব্যর্থ৷ অথচ সেখানে বছরে মাত্র ৪০ হাজার আইভিএফ চিকিৎসা দেয়া যায়৷ এ ধরনের একটি ক্লিনিকের চিকিৎসক জানালেন, পুরুষদের বন্ধ্যাত্বের হারটা নারীদের চেয়ে অনেক বেশি৷ তিনি ২৫ বছর ধরে এই চিকিৎসার সঙ্গে জড়িত৷ তিনি জানালেন, পুরুষের শুক্রানুর ধরণ ও মাত্রা দিন দিন খারাপ হচ্ছে৷ আর নারীদের ক্ষেত্রে অনেক আগেই শুরু হয়ে যাচ্ছে মেনোপজ৷
এটি ছাড়া অন্য দুটি ক্লিনিকের চিকিৎসকরাও একই কথা জানিয়েছেন৷ তেহরান ভীষণ ঘনবসতিপূর্ণ শহর, যেখানে ৫০ লাখ মানুষের বাস৷ বিশুদ্ধ পানির অভাব, অস্বাস্থ্যকর খাবার এবং কারাখানার দূষিত বায়ু ও রাসায়নিক পদার্থের কারণে বন্ধ্যাত্ব বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
নপুংসকতা থেকে বাঁচতে যেসব খাবার খাবেন
পুরুষের লিঙ্গে রক্ত প্রবাহ ঠিকমত না হলে ইরেকটাইল ডিসফাংশন হয়৷ এমন কিছু খাবার আছে যেগুলো এ থেকে মুক্তি দিতে পারে৷ এ সব খাবার কেবল প্রতিরোধ গড়তে পারে, কিন্তু রোগের উপশম নয়৷
ছবি: bilderbox.de
ডার্ক চকলেট
সার্কুলেশন নামে একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড নামে একটি পদার্থ থাকে, যা রক্ত প্রবাহ সচল রাখতে সাহায্য করে৷
ছবি: Fotolia/larisabozhikova
নাইট্রেটস
সবুজ সবজি যেমন পালং শাকে নাইট্রেট প্রচুর পরিমাণে আছে৷ নাইট্রেট রক্তনালী খোলা রাখতে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ নপুংসকতার ওষুধ আবিষ্কারের আগে নাইট্রেটকে লিঙ্গ উত্থানের ওষুধ হিসেবে ব্যবহার করা হতো৷
ছবি: Fotolia/nata_vkusidey
পেস্তা বাদামের প্রোটিন
একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষের ইরেকটাইল ডিসফাংকশান আছে, তারা যদি তিন সপ্তাহ টানা পেস্তা বাদাম খান, তবে সুফল পেতে পারেন৷ পেস্তায় এক ধরনের প্রোচিন আছে যা রক্ত প্রবাহিকার দেয়ালকে শিথিল করে৷ ফলে রক্ত সঞ্চালন ভালো হয়৷
ছবি: MEHR
অয়েস্টারের জিঙ্ক
অয়েস্টারের জিঙ্ককে কামোদ্দীপক পদার্থ বলা হয়, কেননা এতে জিঙ্কের মাত্রা অনেক বেশি৷ জিঙ্ক টেস্টেটেরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে৷
ছবি: picture-alliance/dpa
তরমুজের অ্যান্টি অক্সিডেন্ট
গবেষণায় দেখা গেছে তরমুজ খেলে তা ভায়েগ্রার মত কাজ করে৷ এটা কামোদ্দীপনা বহুগুণে বাড়িয়ে দেয়৷ এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে৷
ছবি: Colourbox/S. Razvodovskij
টমেটোর লাইকোপেন
লাইকোপেন এক ধরনের ফাইটো নিউট্রিয়েন্ট, যা লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে৷ লাল রঙের যত সবজি বা ফল আছে সেগুলোতে লাইকোপেন বেশি থাকে৷
ছবি: Colourbox
রেড ওয়াইন
চা, পেঁয়াজ, চীনাবাদাম আর রেড ওয়াইন – এ সব রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে৷ এছাড়া আপেলও কামোদ্দীপনা বাড়াতে সাহায্য করে৷