ইরানি প্রেসিডেন্টের সমালোচনা করলেন ফিডেল কাস্ট্রো
৯ সেপ্টেম্বর ২০১০ফিডেল কাস্ট্রো এবার কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংবাদপত্র ‘দ্য আটলান্টিক ম্যাগাজিন' এর সঙ্গে৷ সেখানে দেয়া সাক্ষাৎকারে তিনি সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সাম্প্রতিক কথাবার্তার৷ বলেছেন, ইরান এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের যে অধঃপতন হচ্ছে, তার ফল ডেকে আনতে পারে পারমাণবিক যুদ্ধের৷
দীর্ঘদিন ধরে কাস্ট্রো ছিলেন কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায়৷ কিন্তু ২০০৬ সালে বয়সের ওজনে নুজ্বে পড়া এই রাষ্ট্রনায়ক অসুস্থ হয়ে পড়েন৷ ২০০৮ সালে তিনি তাঁর ক্ষমতা হস্তান্তর করেন তাঁরই ছোট ভাই রাউল কাস্ট্রোর কাছে৷ এরপর থেকে তাঁর দেখা মিলতো কদাচিৎ৷ মার্কিন ঐ পত্রিকাটি বলছে, শারিরীকভাবে কাস্ট্রো কিছুটা অসুস্থ দেখালেও তাঁর মন কিন্তু এখনো সজিব, সেটাই বোধ করছেন তাঁরা৷
ইরানি প্রেসিডেন্টের কথাবার্তা বিশেষ পছন্দ নয় ফিডেল কাস্ট্রোর৷ আহমেদিনেজাদ সাম্প্রতিক যে সকল কথা বলছেন, এমন কি হলোকাস্ট সম্পর্কেও, তাতে শান্তি নয়, বরং অশান্তিই আসতে পারে বলেই মন্তব্য এই বর্ষীয়ান নেতার৷ তবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকা, তাঁর কথায় আগ্রাসনের কারণে ইরান যে আতঙ্কিত- তা তিনি খুব বুঝতে পারেন৷ কিন্তু ইরানের প্রতি নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ এবং হুমকি-ধামকি দিয়ে যে ইরানকে পরমাণু অস্ত্র উৎপাদনে পিছু হটাতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না৷ তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি এর সহযোগী ইসরাইলকে সঙ্গে নিয়ে তেহরানের বিরুদ্ধে আরও অবরোধ আরোপের চেষ্টা করে তাহলে পরমাণু যুদ্ধ অবশ্যম্ভাবী৷ সব মিলিয়ে দুই পক্ষের ভূমিকা কার্যতঃ বিশ্বকে পরমাণু হুমকির মুখেই ফেলেছে বলেই মনে করেন কিউবান নেতা৷
নিজের দেশের আর্থিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এখন প্রয়োজন সংস্কার৷ ৫০ বছর আগে অর্থনীতির জন্য তাঁর গ্রহণ করা কিউবান মডেল এখন আর কাজ করবে না৷ বলে রাখা ভালো, দেশের আর্থিক খাতের সংস্কার নিয়ে বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো এবং সাবেক প্রেসিডেন্ট ফিডেল কাস্ট্রোর মধ্যে মতবিরোধের কথা শোনা যাচ্ছে কয়েকদিন ধরে৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আরাফাতুল ইসলাম