1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ইরানের উপর ইসরায়েলের হামলা চান না বাইডেন

১৫ এপ্রিল ২০২৪

ইরানের হামলার মুখে ইসরায়েলের পাশে দাঁড়ালেও পালটা পদক্ষেপ সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন৷ উত্তেজনা কমাতে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে৷

জো বাইডেন
ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন জো বাইডেনছবি: Andrew Harnik/Getty Images

মার্কিন প্রশাসন বৃহত্তর সংকট এড়াতে আপাতত উত্তেজনা প্রশমন করতে চায়৷ তাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের উপর পালটা হামলা না চালানোর ডাক দিয়েছেন৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন হামলা চালালে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না৷

জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেশও মধ্যপ্রাচ্য জুড়ে বৃহত্তর সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন৷ রোববার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনিও উত্তেজনা কমানোর পক্ষে সওয়াল করেন৷ জাতিসংঘে মার্কিন উপ-রাষ্ট্রদূত রবার্ট উড পরিষদের উদ্দেশ্যে ইরানের পদক্ষেপের নিন্দার আহ্বান জানান৷ তিনি সতর্ক করে বলেন, ইরান ও তার ‘প্রক্সি' বা মদতপূষ্ট শক্তি যদি অ্যামেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে আরো পদক্ষেপ নেয়, সে ক্ষেত্রে ইরানকেই তার দায় নিতে হবে৷ ইসরায়েল ও ইরান পরস্পরকে দোষারোপ করে একে অপরের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চাপানোর ডাক দিয়েছে৷

কঠিন এই সময়ে আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে সমন্বয় বাড়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সৌদি আরব, তুরস্ক, মিশর ও জর্ডানে নিজেদের সতীর্থদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷ আরো সংঘাতের বদলে কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন৷

বাইডেনের সংহতি এবং সতর্কতার মুখে দোটানায় পড়েছে ইসরায়েল৷ রোববার সে দেশের মন্ত্রিসভার যুদ্ধকালীন পরিষদের পাঁচ সদস্য ইরানের বিরুদ্ধে পালটা পদক্ষেপের পক্ষে অবস্থান নিলেও এমন হামলার দিনক্ষণ ও মাত্রার বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারেন নি৷ তবে মন্ত্রিসভার সদস্য হিসেবে বিরোধী নেতা বেনি গানৎস ও প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্ট ইরানের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে একাধিক দেশের এক আঞ্চলিক কোয়ালিশন গঠনের পক্ষে সওয়াল করেছেন৷

ইরান পালটা পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ সে দেশের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাগেরি টেলিভিশনে বলেন, ইসরায়েল পালটা হামলা চালালে তাঁর দেশ আরো বড় আকারের হামলা চালাবে৷ ওয়াশিংটন মদত দিলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপরেও হামলার হুমকি দেন তিনি৷ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদোল্লাহিয়ান বলেন, ইরান ৭২ ঘণ্টা আগেই অ্যামেরিকাকে ‘আত্মরক্ষার স্বার্থে সীমিত' হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছিল৷ অ্যামেরিকা অবশ্য এমন দাবি অস্বীকার করেছে৷ তবে তুরস্ক, জর্ডান ও ইরাকের কর্মকর্তারা ইরানের আগাম সতর্কবার্তার কথা স্বীকার করেছেন৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ