1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান-ইসরায়েল

৬ মার্চ ২০১২

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল আত্মরক্ষার তাগিদে ইরানের উপর হামলা চালানোর অধিকার রাখে৷ এদিকে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা আবার উজ্জ্বল হয়ে উঠছে৷

ছবি: dapd

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল আত্মরক্ষার তাগিদে ইরানের উপর হামলা চালানোর অধিকার রাখে৷ এদিকে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা আবার উজ্জ্বল হয়ে উঠছে৷

ইরান পরমাণু অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, তা বন্ধ করতে সেদেশের উপর হামলা চালানো উচিত৷ ইসরায়েল আত্মরক্ষায় এই হামলা চালাবে – এসব যুক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ গতকাল ওয়াশিংটনে ওবামার সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলেন নেয়ানিয়াহু৷ তিনি বার বার জোর দিয়ে বলেছেন, ইরান যে বিপজ্জনক পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা বন্ধ করার একমাত্র পথ হল ইরানের ওপর সামরিক হামলা৷ ওয়াশিংটনের আইপ্যাক সম্মেলনে তিনি বলেন, ‘‘আমরা আর বেশি দেরি করতে পারবো না৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব আমার দেশের মানুষকে রক্ষা করা৷''

ক্যাথরিন অ্যাশটনছবি: picture-alliance/dpa

মার্কিন অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট এখনো শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পথ খুঁজছেন৷ তিনি ইরানের সঙ্গে আলোচনার কথা বলছেন৷ অ্যামেরিকা ইসরায়েলকে সামরিক সাহায্য করবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি৷ তবে তিনি বলেছেন, ইসরায়েলের পাশে অ্যামেরিকা প্রয়োজনে সবসময় এসে দাঁড়িয়েছে৷ এবারও তার কোন ব্যতিক্রম হবে না৷ ইসরায়েলের নিরাপত্তা যদি হুমকির সম্মুখীন হয়, তাহলে অ্যামেরিকা বসে থাকবে না৷ এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক্যান দলের বেশ কয়েকজন পদপ্রার্থী বেশ জোর দিয়েই বলেছেন, যে প্রেসিডেন্ট ওবামা ইরানের ব্যাপারে জোরালো অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন৷ তারা ক্ষমতায় এলে অবশ্যই এর পরিবর্তন করবেন৷

কূটনৈতিক উদ্যোগ

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা ক্যাথরিন অ্যাশটন ইরানের অনুরোধে আরেক দফা আলোচনা করতে রাজি হয়েছেন৷ অর্থাৎ ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানির আলোচনার মাধ্যমে শেষ মুহূর্তে শান্তিপূর্ণ সমাধানসূত্রের সম্ভাবনা এখনো রয়েছে৷ গত প্রায় এক বছর ধরে এই আলোচনা প্রক্রিয়া বন্ধ ছিল৷

মধ্যপ্রাচ্যে প্রতিক্রিয়া

প্যালেস্টাইন এ বিষয়ে সবার আগে মুখ খুলেছে৷ প্রধান ফিলিস্তিনি মধ্যস্থতাকারী সায়েব এরেকাত সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু এবং ওবামা প্যালেস্টাইনের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন৷ তিনি বেশ জোর দিয়েই বলেন যে, আমরা জানি নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠা করতে নয় – যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওয়াশিংটনে গিয়েছেন৷ এরেকাত সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে গোটা অঞ্চলই যুদ্ধ এবং সংঘর্ষের মুখে পড়বে৷ সহিংসতা অতি দ্রুত ছড়িয়ে পড়বে প্রতিটি দেশে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ