1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় যোগ দিল চীন

২৫ মার্চ ২০১০

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় অবশেষে যোগ দিয়েছে চীন৷ বুধবার নিরাপত্তা পরিষদের পাঁচ দেশ ও জার্মানির মধ্যে এই নিয়ে টেলিকনফারেন্স হলেও কোন সিদ্ধান্ত হয়নি৷

ইরানের বুশের পরমাণু কেন্দ্র (ফাইল ফটো)ছবি: picture alliance / abaca

ইরানের ওপর আরেক দফা অবরোধ আরোপের জন্য আলোচনায় যোগ দিতে বেশ কিছুদিন ধরে অস্বীকৃতি জানিয়ে আসছিল চীন৷ নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য হওয়ায় ইরানের ওপর অবরোধ আরোপের জন্য চীনের অনাপত্তি খুবই জরুরী৷ ইরান পরমাণু সমৃদ্ধকরণের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ আরোপের প্রস্তাব তোলে জাতিসংঘে৷ বুধবার সেই আলোচনায় চীনের প্রতিনিধি যোগ দেন৷ উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারি নিউ ইয়র্কের এক বৈঠকে ইরানের ওপর আরও অবরোধ আরোপের বিরোধিতা করে চীন৷ বুধবার জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি বাওডংকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সুনির্দিষ্ট কোন উত্তর না দিয়ে বলেন, চীন পরমাণু মুক্ত বিশ্বে বিশ্বাসী৷ আমরা মনে করি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তবে চীন এখনও কূটনৈতিক পন্থা অবলম্বনে বিশ্বাসী৷

ইরানকে সমর্থন দিয়ে আসছে চীনছবি: AP

কেবল আলোচনা, কোন সিদ্ধান্ত নেই

এদিকে বুধবার ছয়টি দেশের কর্মকর্তারা টেলিকনফারেন্স করলেও তাতে কোন সিদ্ধান্ত আসেনি৷ যদিও কর্মকর্তারা জানাচ্ছেন যে আলোচনার মূল বিষয় ছিল আসলে যুক্তরাষ্ট্রের খসড়া নিষেধাজ্ঞা প্রস্তাব৷ নিরাপত্তা পরিষদ চায় ইরান তার পরমাণু কর্মসূচি স্থগিত করুক এবং আলোচনা চালিয়ে যাক, নয়তো নিষেধাজ্ঞা মোকাবিলা করুক৷ আলোচনার ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক লিয়াল গ্র্যান্ট বলেছেন, একটি কার্যকর আলোচনা শুরু করতে পক্ষগুলো রাজি হয়েছে৷ আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি৷ এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে কথা বলেছেন৷

নিষেধাজ্ঞা প্রস্তাবে যা রয়েছে

কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের খসড়া নিষেধাজ্ঞা প্রস্তাবে বিদেশে অবস্থিত ইরানি ব্যাংক এবং ইরানে অবস্থিত বিদেশি ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে৷ এছাড়া উত্তর কোরিয়ার মত ইরানের ওপরও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে৷ নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা জানিয়েছেন, আগামী জুন মাসের আগে এই নিষেধাজ্ঞা প্রস্তাব পাশ হওয়ার তেমন সম্ভাবনা নেই৷ তারা বলছেন, চীন এবং রাশিয়া আগের তিনটি নিষেধাজ্ঞা প্রস্তাবে সায় দিলেও এবার তা ঠেকানোর চেষ্টা করবে৷ উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে এর আগে দেশটির ওপর তিন দফা নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ